বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! স্বাধীনতা দিবসের দিন বৃষ্টিতে ভাসবে কলকাতা? জেনে নিন এক ক্লিকে

Published : Aug 15, 2025, 06:50 AM IST

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির আশঙ্কা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে প্রবেশ করবে এই নিম্নচাপ। ফলে, উত্তাল থাকবে সমুদ্র।

PREV
15

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমে শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ। যা প্রবেশ করবে উত্তর অন্ধ্রপ্রগেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। আগামী ২ দিনের মধ্যে প্রবেশ করবে এই নিম্নচাপ। সূত্রের খবর, এই নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। যার জেরে হবে বৃষ্টি।

25

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তাল হতে পারে সমুদ্র। যে কারণে মৎসজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আজ পর্যন্তই জারি আছে এই নির্দেশিকা।

35

তেমনই উত্তরের জেলাগুলোতে টানা চলছে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এতদিন জারি ছিল ভারী বৃষ্টির সতর্কতা। তবে, জানা যাচ্ছে আজ থেকে কমবে বৃষ্টি। আজ এই সকল জেলায় হতে পার বিক্ষিপ্ত বৃষ্টি।

45

এদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোতে। যে কারণে শনিবার পর্যন্ত উত্তাল থাকবে বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলের সমুদ্র। এই কারণে দক্ষিণের সব জেলাতে কমবেশি চলছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে বেশি।

55

আজ কলকাতা সহ সাত জেলায় হতে পারে বৃষ্টি। কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হতে পারে হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে বইবে দমকা হাওয়া। শনিবার থেকে কমবে বৃষ্টি। বাতাসে জলী. বাষ্পের পরিমাণ বেশি। সে কারণে বৃষ্টি না হলে অস্বস্তি জোগাবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি।

Read more Photos on
click me!

Recommended Stories