শনিবার কারা পাচ্ছেন জন্মাষ্টমীর ছুটি? দেখুন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

Published : Aug 14, 2025, 09:02 PM IST

জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ টানা তিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৬ অগস্ট শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত স্থানীয় অফিস। 

PREV
14
জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি

জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ টানা তিন ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। কারণ ১৫ অগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারি কর্মীদের ছুটি রয়েছে। তারপর শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার সরকারি দফতর এমনিতেই বন্ধ থাকে।

24
অর্থ দফতরের ঘোষণা

১৪ অগস্ট বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে উপলব্ধ তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং N.I. Act, 1881 অনুযায়ী ১৬ই আগস্ট, ২০২৫ তারিখটিকে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

34
কারা কারা পাবেন ছুটি

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৬ অগস্ট শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত স্থানীয় অফিস। সংবিধিবদ্ধ সংস্থা বন্ধ থাকবে। বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত সংস্থা বন্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান) সবই বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য সমস্ত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

44
অতিরিক্ত ১ দিনের ছুটি

রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাজ্যের সরকারি কর্মীরা অতিরিক্ত এক দিন বেশ ছুটি পাচ্ছেন। জন্মাষ্টমীর অনুষ্ঠান পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। অনেকেই অবশ্য কাছেপিঠে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories