বিয়ের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কড়কড়ে ২৫০০০ টাকা, জানুন কী করে পাবেন প্রকল্পের টাকা

Published : Dec 19, 2025, 12:41 PM IST

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই স্বস্তি পান মেয়ের বাবা ও পরিবারের সদস্যরা।

PREV
16
রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই স্বস্তি পান মেয়ের বাবা ও পরিবারের সদস্যরা। কারণে রাজ্যের কোনও মেয়ের বিয়ের জন্যই এই প্রকল্পের টাকা দেওয়া হয়।

26
বিয়ের মরশুম

অগ্রাহন ও মাঘ-ফাল্গুন মাসকে বাংলার বিয়ের মরশুম হিসেবে দেখা হয়। কারণ এই সময় স্বস্তিজনক থাকে আবহাওয়া। অন্যদিকে বৈশাখ জৈষ্ঠ আষাড় ও শ্রাবন মাসেও বিয়ে হয়। কিন্তু বেশি বিয়ে হয় এই শীতকালে। তাই এই বিয়ের মরশুমে জেনে নিন বাংলার রূপশ্রী প্রকল্প সম্পর্কে।

36
২৫০০০ টাকা

রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন আর্থিক সাহায্য প্রদান করে। কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতই এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদেন বিয়ের সময় এককালীন ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।

46
প্রকল্পের শর্ত

রূপশ্রী প্রকল্পের টাকা পেতে কয়েকটি শর্ত পুরণ করতে হয়। সেগুলি হল, 

  • পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকা বা তার কম হতে হবে।
  • মেয়ের বিয়ের নূন্যতম বয়স অবশ্যই ১৮ বা তার বেশি হতে হবে। পাত্রীর বয়স ১৮ আর পাত্রীর বয়স হতে হবে ২১।
  • আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অথবা গত ৫ বছর বাংলায় স্থায়ীভাবে বাস করতে হবে। বাবা-মায়ের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
  • আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।
56
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
  1. পারিবারিক আয়ের প্রমাণপত্র
  2. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (জন্মের সংশাপত্র, ভোটার কার্ড, প্যানকার্ড, মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড বা আধারকার্ড- কোনও একটি থাকতে হবে)
  3. আবেদনকারীর বৈবাহিত অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণাপত্র
  4. আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফোটো, পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ফোটো।
  5. প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র
  6. ব্য়াঙ্ক পাশবইয়ের কপি
66
আবদনের সময়

এই সব শর্ত পুরণ করে বিয়ের ১ থেকে ২ মাল আগে বিডিও এসিডও বা পুর কমিশনারের অফিসে উপস্থিত হতে হবে। সেখানেই আবেদন করতে হবে। বিয়ের তারিখ জানাতে হবে। বিয়ের তারিখের চার থেকে পাঁচ দিন আগেই টাকা পড়বে ব্যাঙ্কে। যদি টাকা না পান তাহলে বিডিও অফিসে সমস্ত নথি নিয়ে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র নিয়ে জেলা সমাজকল্যাণ দফতর থেকে টাকা সংগ্রহ করতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories