রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই স্বস্তি পান মেয়ের বাবা ও পরিবারের সদস্যরা। কারণে রাজ্যের কোনও মেয়ের বিয়ের জন্যই এই প্রকল্পের টাকা দেওয়া হয়।
26
বিয়ের মরশুম
অগ্রাহন ও মাঘ-ফাল্গুন মাসকে বাংলার বিয়ের মরশুম হিসেবে দেখা হয়। কারণ এই সময় স্বস্তিজনক থাকে আবহাওয়া। অন্যদিকে বৈশাখ জৈষ্ঠ আষাড় ও শ্রাবন মাসেও বিয়ে হয়। কিন্তু বেশি বিয়ে হয় এই শীতকালে। তাই এই বিয়ের মরশুমে জেনে নিন বাংলার রূপশ্রী প্রকল্প সম্পর্কে।
36
২৫০০০ টাকা
রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন আর্থিক সাহায্য প্রদান করে। কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতই এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদেন বিয়ের সময় এককালীন ২৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।
এই সব শর্ত পুরণ করে বিয়ের ১ থেকে ২ মাল আগে বিডিও এসিডও বা পুর কমিশনারের অফিসে উপস্থিত হতে হবে। সেখানেই আবেদন করতে হবে। বিয়ের তারিখ জানাতে হবে। বিয়ের তারিখের চার থেকে পাঁচ দিন আগেই টাকা পড়বে ব্যাঙ্কে। যদি টাকা না পান তাহলে বিডিও অফিসে সমস্ত নথি নিয়ে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র নিয়ে জেলা সমাজকল্যাণ দফতর থেকে টাকা সংগ্রহ করতে হবে।