বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে শমীক ভট্টাচার্যের একটি মন্তব্য। আর সেই মন্তব্য তিনি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে।
বিধানসভা ভোট আসন্ন। ইতিমধ্যেই সবকটি রাজনৈতিক দল তোড়জোড় শুরু করেছে। শাসক ও বিরোধী দলের প্রচার বর্তমানে তুঙ্গে। ইতিমধ্যেই আলোচনায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন। কিন্তু তাই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও ঘোষণা নেই। কিন্তু সেই নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
26
শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই মন্তব্য
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই বড় মন্তব্য করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়েই শমীকের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর সেই কারণেই অনেকেই মনে করছেন বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপির এক নেতা।
36
শমীক ভট্টাচার্যের মন্তব্য
শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে সম্প্রতি শমীক ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা সকাল থেকেই রাত পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করছেন। আদালতে যাচ্ছেন। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী পরিচিত। তাঁকে পুলিশ ভালোভাবে চেনেন। আবার পুলিশকেও তিনি ভালোভাবে চেনেন।
শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে শমীক ভট্টাচার্য বলেন, আগামী বছর জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠক হবে। সেই বৈঠকে একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে বলেও মন্তব্য করেন।
56
বিধানসভা ভোট
এখনও পর্যন্ত যা পরিস্থিতিতে তাতে ফেব্রুয়ারি বা মার্চ মাসে নির্বাচন ঘোষণা হতে পারে। এপ্রিল থেকে মে মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে সরকার গঠন হয়ে যাবে। আর জুন মাসে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
66
মমতার পাল্টা শুভেন্দু
শমীক ভট্টাচার্যের এই মন্তব্য থেকেই স্পষ্ট রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও শমীক ভট্টাচার্য আরও বলেছেন, বিজেপি কোনও ব্যক্তিকেন্দ্রিক দল নয়। মুখ বা মুখোশের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তিনি আরও বলেন, দলের নেতা কর্মীরা বসেই সমস্ত সিদ্ধান্ত নেবেন।