Fire in Mangla Haat: মাঝরাতে বিধ্বংসী আগুন মঙ্গলাহাটে, পুড়ে ছাই লক্ষাধিক টাকার জামাকাপড়

Published : Jul 21, 2023, 08:37 AM IST
fire

সংক্ষিপ্ত

আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। ভোঢ় ৬.৩০ পর্যন্ত চলেছে আগুন নয়ন্ত্রণে আনার কাজ।

শুক্রবার ভোররাতে আগুন হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে। গভীররাতেই পুড়ে ছাই হয়ে গেল একাধিক কাপড়ের দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। ভোঢ় ৬.৩০ পর্যন্ত চলেছে আগুন নয়ন্ত্রণে আনার কাজ। তবে ঠিক কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও একাধিক কাপড়ের দোকান পুড়ে যাওয়ায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার মাঝরাতে আগুন চোখে পড়ে কিছু স্থানীয় বাদিন্দাদের। হাটের দোকানগুলি দাউ দাউ করে জ্বলতে দেখে তাঁরা। সঙ্গে সঙ্গে হুসস্থুল পড়ে যায় এলাকায়। হাটের কাছেই হাওড়া থানা, ফলে প্রথমেই খবর দেওয়া হয় থানায়। থানা থেকে খবর যায় দমকলে। একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। তবে । দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় এবং ভেতরে প্রচুর পরিমানে কাপড় মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সামনেই গঙ্গা হওয়ায় অভাব হচ্ছে না বলেই জানিয়েছে দমকল কর্মীরা।

PREV
click me!

Recommended Stories

Narendra Modi: ‘তৃণমূলের মহাজঙ্গলরাজকে বিদায় দিতে প্রস্তুত বাংলা!’ সিঙ্গুরে কড়া বার্তা মোদীর
Today Live News: বাড়ছে পড়ুয়া আত্মহত্যা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও হেল্পলাইন চায় UGC