মণিপুরের ঘটনা স্বাধীন ভারতের লজ্জা-তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের

Published : Jul 20, 2023, 11:44 PM IST
abhishek mamata

সংক্ষিপ্ত

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনা নিয়ে অভিষেক বলেন, গতকালের ঘটনা শুধু নয়। প্রায় তিন মাস ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে মণিপুরে।

মণিপুরের কাংপোকপি জেলায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে হাঁটানোর করার ভয়ঙ্কর ভিডিও সামনে আসার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ মে এর ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন রয়েছেন যিনি মণিপুরের কাংপোকপি জেলায় দুই উপজাতি মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন এবং তাদের একজনকে টেনে নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বুধবার প্রকাশিত ২৬ সেকেন্ডের ভিডিওতে গ্রেফতারকৃত ব্যক্তিকে কাংপোকপি জেলার বি ফাইনোম গ্রামের সেই ছবি দেখা গিয়েছে।

এদিকে, গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনা নিয়ে অভিষেক বলেন, গতকালের ঘটনা শুধু নয়। প্রায় তিন মাস ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে মণিপুরে। কাল যেভাবে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছে তা আমরা স্বাধীন ভারতে ভাবতেই পারিনি। রাজ্য ও কেন্দ্র সরকারের এক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতা রয়েছে। ডবল ইঞ্জিনের সরকারের মডেল হিসেবে দেখানো হয় মণিপুরকে। সেই সরকারের নিদর্শন আমরা মণিপুরে দেখেছি। তার পরেও কেন্দ্র সরকারের টনক নড়েনি। গত ৪ মে ঘটনাটি ঘটেছিল। তারপরে দুমাস পেরিয়ে যাওয়ার পরও কোনও দোষী ধরা পড়েনি। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি যখন ঘটেছিল তখন প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? তাঁরা কর্ণাটকে ব্যস্ত ছিলেন ভোট প্রচারে। বিজেপির হয়ে ভোট চাইছিলেন। আর মণিপুর মানুষ অত্যাচারিত হচ্ছিলেন।

মণিপুরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার টুইটারে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,'মণিপুরের যে ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে তা যথেষ্ট হৃদয়বিদারক ও বিরক্তিকর। একদল উন্মাদ জনতা দু'জন মহিলার উপর যে পাশবিক অত্যাচার করেছে, তাঁদের যে অত্যাচার ও হিংসার সাক্ষী হতে হয়েছে যে বিষয় নিন্দা জানানোর আমার কোনও ভাষা নেই। এই ধরনের বর্বর কাজ মনুষ্যত্বের পক্ষে বিপদজনক। দুষ্কৃতীদের দ্বারা এই ধরনের অমানবিক কাজকে আমাদের সবার একত্রিত হয়ে কড়া ভাষায় নিন্দা জানানো উচিৎ ও অত্যাচারিতরা যাতে বিচার পান সেই চেষ্টা করা উচিৎ।'

প্রসঙ্গত মণিপুরের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভাইরাল ভিডিও ঘিরে ধিক্কার পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই ভাইরাল ভিডিও নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

PREV
click me!

Recommended Stories

Babri Masjid News: অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী মন্তব্য নওশাদের?
Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন