Aparna Sen: 'এই পরিবর্তন চাইনি', রক্তক্ষয়ী পঞ্চায়েত নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনের

Published : Jul 20, 2023, 11:23 PM IST
Aparna Sen tweets on Murshidabad murder case

সংক্ষিপ্ত

ভোট পর্বে রাজ্যজুড়ে চলা হিংসার ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন হিংসার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন অভিনেত্রী অপর্ণা সেন। ভোট পর্বে রাজ্যজুড়ে চলা হিংসার ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি খোলাখুলিভাবেই লিখেছেন সেকথা। অপর্ণা সেনের চিঠিতে কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকেও। পাশাপাশি ভোট পর্বের এই অরাজকতার দায়িত্বও যে সরকারেরই সেকথাও উল্লেখ করেছেন তিনি।

অভিনেত্রী অপর্ণা সেন তাঁর চিঠিতে লিখেছেন,'আপনি নিশ্চই অবগত যে গত ৮ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত গত ৩৭ দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার।'

এখানেই শেষ নয় রাজ্যের বিশৃঙ্খলার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন,'স্থানীয় পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না। আমরা দাবি করছি, অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিম বঙ্গবাসীর প্রাণ, জীবিকা ও সম্পত্তির রক্ষার দায়িত্ব নিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোলক।'

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর