Aparna Sen: 'এই পরিবর্তন চাইনি', রক্তক্ষয়ী পঞ্চায়েত নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনের

ভোট পর্বে রাজ্যজুড়ে চলা হিংসার ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন হিংসার ঘটনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন অভিনেত্রী অপর্ণা সেন। ভোট পর্বে রাজ্যজুড়ে চলা হিংসার ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রীকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি খোলাখুলিভাবেই লিখেছেন সেকথা। অপর্ণা সেনের চিঠিতে কটাক্ষ করেছেন নির্বাচন কমিশনকেও। পাশাপাশি ভোট পর্বের এই অরাজকতার দায়িত্বও যে সরকারেরই সেকথাও উল্লেখ করেছেন তিনি।

অভিনেত্রী অপর্ণা সেন তাঁর চিঠিতে লিখেছেন,'আপনি নিশ্চই অবগত যে গত ৮ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত গত ৩৭ দিনে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব অস্বীকার না করেও, এই কথা অবশ্যই বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক হত্যালীলা, এবং অরাজকতার দায়িত্ব মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং আপনার।'

Latest Videos

এখানেই শেষ নয় রাজ্যের বিশৃঙ্খলার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন,'স্থানীয় পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে চলতে হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না। আমরা দাবি করছি, অবিলম্বে এই রক্তস্নাত পশ্চিমবঙ্গে নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা চালু করার মাধ্যমে পশ্চিম বঙ্গবাসীর প্রাণ, জীবিকা ও সম্পত্তির রক্ষার দায়িত্ব নিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার উদ্যোগী হোলক।'

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today