New Bus: বোলপুর - দিঘা এক রুটে জুড়ল SBSTC-র নতুন বাস, জানুন ভাড়া আর সময়সূচি

সোমবার থেরে দিঘা ও বোলপুর বাস পরিষেবা শুরু হয়েছে। তার আগে গত শুক্রবার ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বাস পরিষেবার সূচনা করেন।

 

রাজ্যের দুইটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এবার জুড়ে গেল। দিঘা থেকে বোলপুর বা বোলপুর থেকে দিঘা যাওয়ার ঝক্কি অনেকটাই কমল। রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর থেকে দিঘা শুরু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি (SBSTC)র বাস পরিষেবা। বোলপুর ও দিঘার পর্যটকদের কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা শুরু হয়েছে। হাওড়া বা কলকাতা থেকে দিঘা বা বোলপুর যাওয়ার জন্য ট্রেন ও বাস পরিষেবা ছিল। এবার বোলপুর আর দিঘাকেও এক রুটে জুড়ে দিল রাজ্য সরকার। তাতে পর্যটকরা বিশেষ সুবিধে পাবে বলেও মনে করছেন পর্যটন দফতর।

বোলপুর- দিঘা বাসের সময় ও ভাড়া

Latest Videos

সোমবার থেরে দিঘা ও বোলপুর বাস পরিষেবা শুরু হয়েছে। তার আগে গত শুক্রবার ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই বাস পরিষেবার সূচনা করেন। বোলপুর থেকে দিঘা বাসে যেতে সময় লাগবে প্রায় সাড় ৮ ঘণ্টা। বোলপুর থেকে বাস ছাড়বে ভোল ৫টা ৩০ মিনিটে। বেলা ২টো নাগাদ দিঘা পৌঁছাবে। আর উল্টোদিকে দিঘা থেকে সকাল ৭টা ৫০ মিনিটে বোলপুরের উদ্দেশ্যে বাস রওনা দেবে। দুই পিঠের ভাড়া ২৪১ টাকা।

এর আগেই উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দিঘা পর্যন্ত বাস পরিষেবা শুরু করেছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। পুজো উপলক্ষ্যে পর্যটকদের ভিড় সামলাতে উদ্যোগী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সংস্থাটি বিভিন্ন রুটে মোট ৫০টি বাস চালানোর পরিকল্পনা করেছে। ষষ্ঠীর আগে থেকেই বাস পরিষেবা দেওয়া শুরু হবে। সেই কারণে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে। তাই আর দেরি না করে পুজো উপলক্ষ্যে ছোট্ট একটা ভ্রমণ পরিকল্পনা করে ফেলতে পারেন। কম খরচে অল্প দিনের জন্য কোথাও ঘুরে আসতে পারেন।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury