ডিএ-এর আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস দেওয়ার ঘোষণা, টাকা পাবেন ইদ আর দুর্গাপুজোয়

Published : Mar 18, 2025, 09:56 PM IST

ad hoc bonus: হাতে মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করেছে। 

PREV
110
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

হাতে মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করেছে।

210
অ্যাড হত বোনাস

মঙ্গলবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে অ্যাড হক বোনাসের কথা।

310
সুবিধে পাবেন কারা

বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব রাজ্য সরকারি কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার টাকার মধ্যে তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন।

410
বেশি বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ৪৪ হাজার টাকার বেশি বেতন পান তারা এই বোনাসের আওতায় পড়বেন না।

510
বোনাস দেওয়ার সময়

রাজ্য সরকার জানিয়েছে মুসলিম কর্মীদের ইদের আগে আর হিন্দু কর্মীদের দুর্গাপুজোর আগে এই অ্যাড হক বোনাস দেওয়া হবে। বোনাস পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

610
টাকার হিসেব

বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের মাসিক বেতন ৪৪ হাজার টাকা তারা বোনাস হিসেবে পাবেন ৬৮০০ টাকা। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যারা ৪৪ হাজারের গণ্ডি পেরিয়ে যাবেন তাদেরও এই বোনাস দেওয়া হবে।

710
শর্ত ১

২০২৪-২৫ অর্থবর্ষে যে সব কর্মীরা টানা ৬ মাস কাজ করেছেন, তাঁরই এই অ্যাড হক বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাঁদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হতে হবে।

810
শর্ত ২

যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

910
পেনশনভোগীদের জন্য

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা এই বোনাস পাবেন। যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন, তাঁরাও পাবেন বোনাস। পেনশনভোগীর মৃত্যু হলে পরিবার পাবে এই বোনাস।

1010
ঋণের ব্যবস্থা

২০২৫ সালের ৩১ মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার গণ্ডি পেরিয়ে গেলেও ৫২ হাজার টাকার কম থাকবে, তাঁরা উৎসবের মরসুমে ২০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম ঋণ নিতে পারবেন। সে জন্য তাঁদের সুদ দিতে হবে না। রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন। তাঁদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে।

Read more Photos on
click me!

Recommended Stories