মুর্শিদাবাদ কী ভারতের মধ্যে আছে? বেলডাঙা ইস্যুতে মমতা সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

Published : Jan 17, 2026, 01:04 PM IST
Dilip Ghosh criticized Mamata Banerjee govt over  Beldanga issue

সংক্ষিপ্ত

DILIP GHOSH: বেলডাঙা ইস্যুতে সংখ্যালঘু ভোট নিশ্চিত করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ নিষ্ক্রিয় বলেও দাবি করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে দিলীপের কটাক্ষ, মমতা কিছুই করতে পারেন না। 'উনি খালি ফাইল চুরি করেন।' 

বেলডাঙায় অশান্তি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের কোনও অস্তিত্ব নেই। সংখ্যালঘু ভোট নিশ্চিত করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ নিষ্ক্রিয় বলেও দাবি করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে দিলীপের কটাক্ষ, মমতা কিছুই করতে পারেন না। 'উনি খালি ফাইল চুরি করেন।'

বেলডাঙা ইস্যুতে তোপ দিলীপের

'মুর্শিদাবাদ কী ভারতের মধ্যে আছে? আর সারা ভারতবর্ষে কিছু হলেই তার প্রতিফলন ঘটে মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদ কে মুক্তাঞ্চলে পরিণত করেছেন যারা আইন কানুন মানে না তাদের ওপর কোনো ভরসা নেই এই ঘটনা বারবার দেখতে হয়। পুলিশ ভোটের দিকে তাকিয়ে কোন ব্যবস্থাই গ্রহণ করে না।' তারপরই দিলীপ উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ঘটনা নিয়ে যা বলেন আমি কি করতে পারি? উনি খালি ফাইল ছিনতাই করতে পারেন। ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরে ঘটনার পর বিধায়ক মনিরুল ইসলামের ফের হুশিয়ারি, যদি গ্রেফতারের ঘটনা ঘটে তাহলে ফারাক্কা অচল করে দেবেন? তিনি বলেন, মুর্শিদাবাদে আদালতের কোন রায় চলেনা। সরকারেরও কোন নির্দেশ চলে না।

অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া

অভিষেকের দাওয়াই, ফ্রম সেভেন বিজেপিরা জমা দিতে আসলে ডিজে বাজান? অভিষেকের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিএলওরা রাজ্য সরকারের হাতে তাই তাদের দিয়ে সমস্ত কিছু কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাজ্যে এসআইআর ঠিকঠাক চলছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ। সরকার বিরুদ্ধে কোন কাজ সম্পন্ন করা খুব কঠিন। এমনটাই বলেন বিজেপি নেতা।

তবে বিজেপি নেতা এখনও স্পষ্ট করে জানানি মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন কিনা। বিজেপি সূত্রের খবর দিলীপ ঘোষের মালদা যাওয়ার পরিকল্পনা নেই। তবে সিঙ্গুরে মোদীর সভা নিয়েও দিলীপ ঘনিষ্টরা কিছুই জানাননি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মা কালীর ভূমির সঙ্গে আজ মা কামাখ্যা জুড়ে গেল' Vande Bharat উদ্বোধনে বিরাট বার্তা PM Modi-র | Malda
Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপার চালু হতেই মোদীজিকে ধন্যবাদ জানিয়ে কী বললেন প্রথম যাত্রীরা!