বঙ্গ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ? সকালে হাঁটতে বেরিয়ে অনেক কিছু বললেন প্রাক্তন সাংসদ

Published : Mar 27, 2025, 12:34 PM IST

BJP state president: বৃহস্পতিবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে আবারও বিজেপির সভাপতি (BJP state president) নির্বাচন ইস্যু উস্কে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন বিজেপি নেতা। 

PREV
112
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। শুভেন্দু, সুকান্ত না দিলীপ ঘোষ- নাকি অন্য কেউ , কে হবেন রাজ্য সভাপতি? তাই নিয়েই জল্পনা বাড়ছে।

212
এগিয়ে দিলীপ

বিজেপির রাজ্য সভাপতি পদে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের তুলনায় এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। কারণ বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি যখন শুভেন্দু আর সুকান্তর ক্ষেত্রে। কিন্তু দিলীপের কোনও পদ নেই। অন্যদিকে তিনি রাজ্যের সবথেকে সফল রাজ্য সভাপতি।

312
সক্রিয় দিলীপ

সম্প্রতি দেখা যাচ্ছে দিলীপ ঘোষ আবার পুরনো মেজাজে ফিরছেন। একের পর এক মন্তব্য করে যেমন সংবাদ মাধ্যমে জায়গা করে নিচ্ছেন, তেমনই টার্গেট করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

412
সদস্য সংগ্রহ অভিযান থেকেই অন্যরূপে

সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। দিলীপ ঘোষ সক্রিয় ভূমিকা নেওয়ার পরই সেটি গতি পায়। অন্যদিকে দলের একাধিক কর্মসূচিতে বর্তমানে রীতিমত সক্রিয় দিলীপ ঘোষ।

512
তাই জল্পনা

এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি পদে আবারও দিলীপ ঘোষ ফিরতে পারেন এমনই জল্পনা তুঙ্গে। দিলীপ অনুগামীরা তো তেমনই ইঙ্গিত দিয়ে চলছেন।

612
কী বলছেন দিলীপ?

রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন রাজ্য সভাপতি কে হবেন, সেই সিদ্ধান্ত নেবের দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। তিনি আরও বলেছেন, সময়মতো নিয়ম মেনেই তাঁরা সিদ্ধান্ত নেবেন।

712
প্রক্রিয়া কতদূর

সভাপতি নির্বাচন প্রক্রিয়া কতদূর এগিয়েছে তাও জানিয়েছেন। তিনি বলেন, কথাবার্তা চলছে এখনও চূড়ান্ত কিছুই হয়নি।

812
দিলীপের বার্তা

দিলীপ আরও বলেন, বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয়, সেটা চলছে। তবে শুধু এই রাজ্যই নয়, দেশের বকি রাজ্যগুলিতেও এই প্রক্রিয়া চলছে।

912
আস্থা রাখতে অনুরোধ

দিলীপ আরও বলেন, তাঁর দলের অনেক কর্মী তাঁকে রাজ্যসভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে। তিনি তাঁদের দলের ওপর আস্থা রাখতে অনুরোধ করেছেন।

1012
নমেশনেশনের দিন

রাজ্য সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে সেই নমিনেশন এখনও হয়নি বলেই জানান তিনি। যে দিন নমিনেশন হবে সে দিনই বা এক দু’দিনের মধ্যে মুখ নির্বাচনও হয়ে যাবে বলে জানান দিলীপ।

1112
দিলীপের পরে সুকান্ত

২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের পরই দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে। এবার নতুন সভাপতির নাম ঘোষণার পালা।

1212
দিলীপের ফেরা নিয়ে জল্পনা

এবার রাজ্য সভাপতি পদে দিলীপের ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি দিলীপ ঘোষ পুরনো ছন্দে ফেরায় সেই জল্পনা আরও জোরদার হচ্ছে। যদিও দিলীপ জানিয়েছেন, তিনি গত ১০ বছরই এমনই ফর্মে রয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories