- Home
- West Bengal
- West Bengal News
- দিল্লির ছকেই খড়গপুরে মেজাজ হারালেন দিলীপ ঘোষ? বিজেপির রাজ্যসভাপতির পদে ফেরার জল্পনা তুঙ্গে
দিল্লির ছকেই খড়গপুরে মেজাজ হারালেন দিলীপ ঘোষ? বিজেপির রাজ্যসভাপতির পদে ফেরার জল্পনা তুঙ্গে
Dilip Ghosh: বিজেপি সূত্রের খবর ওপর মহলের নির্দেশেই দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন। একটা সময় রাজ্য রাজনীতিতে চর্তিত ছিলেন দিলীপ ঘোষ।
- FB
- TW
- Linkdin
)
দিলীপ ঘোষ
রাজ্য রাজনীতিতে বর্তমানে সবথেকে চর্চিত নাম দিলীপ ঘোষ। তিনি বিজেপি নেতা। বঙ্গ বিজেপির সবথেকে সফল রাজ্যসভাপতি তিনি। কিন্তু বর্তমানে তিনি কিছুটা হলেও গুটিয়ে নিয়েছিলেন। তবে শুক্রবার খড়গপুর ইস্যুকে কেন্দ্র করে তিনি আবারও নিজের পুরনো ছন্দে ফিরছেন বলেও মনে করছেন তাঁর অনুগামীরা।
খড়গপুর ইস্যু
রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন। তাতেই তিনি অশালীন মন্তব্য করেন বলে বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তিনি মহিলাদের সামনে 'বাপ' তুলে কথা বলেন। অভিযোগ তিনি বলেছিলেন, 'এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি...।'এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, 'শুধু বাপ নয়, চোদ্দো পুরুষ তুলব।' আরও অনেক কিছু বলেছিলেন।
পাশে শুভেন্দু
শুক্রবার দিলীপের এই মন্তব্যের পরই তৃণমূলের পক্ষ থেকে দিলীপকে নিশানা করা হয়। পল্টা দিলীপও মন্তব্য করেন। কিন্তু রবিবারই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের পাশে দাঁড়ান। তিনি গোটা বিষয়টিতে নিউটন তত্ত্বের সঙ্গে তুলনা করে টার্গেট করেন তৃণমূলকে
বিজেপি সূত্র
বিজেপি সূত্রের খবর ওপর মহলের নির্দেশেই দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন। একটা সময় রাজ্য রাজনীতিতে চর্তিত ছিলেন দিলীপ ঘোষ। তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে একাধিক মন্তব্য করতেন। যা নিয়ে দিনভর চর্চা চলত। বিজেপির শীর্ষ নেতৃত্ব দিলীপকে আবারও তেমনয়ই রূপে দেখতে চাইছে বলেও সূত্রের খবর।
রাজ্য বিজেপি তিন মুখ
রাজ্য বিজেপির তিন মুখ- সুকান্ত-শুভেন্দু আর দিলীপ ঘোষ। তিনজনই যথেষ্ট জনপ্রিয়। সভাপতি নির্বাচনের আগেই রাজ্য বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই তিনজনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে দিল্লি। তেমনই বলছে একটি সূত্র।
আগেই ছক কথা
খড়গপুর-কাণ্ডের আগেই বিধানসভায় শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের যৌথ বৈঠক। হাজির ছিলেন বিজেপির বাকি বিধায়করাও। তার আগেই শুভেন্দুর দিল্লি যাত্রা। সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক। আর তারপরই অমিত শাহের সঙ্গে একান্তে সাক্ষাৎকার। সবমিলিয়ে বিজেপির নিচু তলার কর্মীরা মনে করছেন, ওপর তলার নির্দেশেই তৃণমূলের বিরুদ্ধে রণংদেহী মূর্তি নিয়েছিলেন দিলীপ ঘোষ।
শুভেন্দু-দিলীপ সম্পর্ক
বিজেপি কর্মীদের কথায় শুভেন্দু আর দিলীপ ঘোষের সম্পর্ক তেমন মধুর নয়। কিন্তু দলের নির্দেশে দুজনেই একত্রিত হন। আগেও হয়েছেন। বিধানসভায় দুজনকে একই মঞ্চে দেখা গিয়েছিল। আর তারপরই অন্য মেজাজে দেখা গেল দিলীপকে। যা নিয়ে দলের অন্দরেই আলোচনা শুরু হয়েছে।
পদশূন্য দিলীপ
বর্তমানে দিলীপ ঘোষ শুধুই বিজেপি নেতা। রাজনৈতিক আর সাংবিধানিক কোনও পদে নেই নেই। তাই মুখ লাগামছা়ড়া হলে তেমন ক্ষতি নেই। তেমন কিছু হলে ড্যামেজ কন্ট্রোলে নামবে অন্যরা। তাই সক্রিয় দিলীপ। এমনটাও খবর বিজেপি সূত্রে।
সভাপতির পদ নিয়ে গুঞ্জন
দিলীপের এই সক্রিয় হওয়ার পিছনে আবারও দিলীপকে সভাপতির পদে ফিরিয়ে আনা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ দিলীপই বিজেপির সবথেকে সফল সভাপতি। তাঁর আমলেই সবথেকে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই দিলীপের পক্ষে ঝুঁকছে বিজেপির অনেক নেতা আর কর্মীরা।
শুভেন্দু-সুকান্তর বাধা
বর্তমানে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও। তাই আর সভাপতি পদে ফিরতে পারবেন না। অন্যদিকে শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। দুজনের ক্ষেত্রেই বড় বাধা এক ব্যক্তি এক পদ নীতি। সেক্ষেত্রে দিলীপকে সভাপতির পদে ফেরাতে কোনও বাধা নেই বিজেপির সামনে।