
বিয়ে করছেন দিলীপ ঘোষ! শুক্রবার নিজের বাড়িতেই অল্প আত্মীয় নিয়ে স্ত্রীয়ের সঙ্গে চার হাত এক করবেন এই প্রাক্তন সাংসদ ও প্রাক্তন বিধায়ক। কিন্তু পাত্রীর নাম কী? বা হঠাৎ এমন বিয়েরই বা সিদ্ধান্ত কেন নিলেন দিলীপ বাবু?
জানা গিয়েছে দিলীপ ঘোষের হবু স্ত্রীয়ের নাম রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই একে অপরের সঙ্গে আলাপ। জানা যায়, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার মন ভাল ছিল প্রাক্তন সাংসদের। তখনই একসঙ্গে সংসার বাঁধতে চেয়েছিলেন রিঙ্কু দেবী। তখন থেকেই নাকি একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন দু'জনে।
অবশ্য প্রথমে একেবারেই রাজি ছিলেন না দিলীপ বাবু। পরে মায়ের জেদ মানতে বাধ্য হন। অবশ্য নিজেও অনেক ভেবেছেন এই ব্যাপারে। অবশেষে রাজি হন তিনি। গত ছ'মাস আগেও নাকি একেবারেই বিয়ের কথা স্বপ্নেও ভাবেননি।
সেই মতো এপ্রিল মাসেই হয়ে যায় পাকা কথা। ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন নতুন বর দিলীপ ও কনে রিঙ্কু। অবশ্য প্রাক্তন বিধায়কের শ্বশুর বাড়ির লোকেরাও সেদিন সঙ্গে ছিলেন।
অবশেষে শুক্রবার সারাজীবনের মতো চিরকুমার পদ ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই বিজেপি নেতা। অত্যন্ত ঘরোয়া ভাবেই নাকি এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অবশ্য বিয়ে নিয়ে কোনও রাখঢাক রাখেননি দিলীপবাবু। কেন বিয়ে করছেন প্রশ্ন করাতে বুক চিতিয়ে বলেছেন," কেন আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা কি অপরাধ নাকি?"
এই খবরে অবশ্য বেশ আশ্চর্য দিলীপ বাবুর বহু অনুরাগী, যারা বিয়ে না করার অনুপ্রেরণা হিসাবে তাঁকে দেখিয়েছেন চিরকাল, অবশেষে তিনিও বসলেন বিয়ের পিঁড়িতে! সেই চিরকুমার তবে আর কুমার থাকলো না! অন্যদিকে বিয়ের যে কোনও বয়স না তা বুক চিতিয়ে প্রমাণ করে দিতে চলেছেন বাংলার এই জনপ্রিয় রাজনৈতিক নেতা।