অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন, জগন্নাথ মন্দিরের জন্য কত টাকার সোনার ঝাড়ু উপহার দিলেন মমতা জানেন?

Published : Apr 17, 2025, 12:33 PM ISTUpdated : Apr 17, 2025, 01:07 PM IST
West Bengal Chief Minister Mamata Banerjee. (Photo/ANI)

সংক্ষিপ্ত

Mamata Banerjee on Jagannath Temple: পর্যটনকেন্দ্র নয়, দীঘাকে এবার ধর্মীয় -সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার দিন ৩০ এপ্রিল দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। বিস্তারিত জানতে আরও পড়ুন…                            

Mamata Banerjee on Jagannath Temple: শুধু পর্যটনকেন্দ্র নয়, দীঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। অক্ষয় তৃতীয়ার দিনই, অর্থাৎ ৩০ এপ্রিল দীঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। পুরীর আদলেই দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। মন্দিরের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়ে গেল উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক।

অক্ষয় তৃতীয়া, শুভ লগ্নে দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য। আর তার আগে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। হিডকোর তত্ত্বাবধানে নির্মিত এই মন্দিরের আদল একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতো। থাকছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ, নির্মাণ করা হবে বিশেষ চৈতন্য ফটকও। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক দফতরের সচিব, পরিবহণ ও পর্যটন বিভাগের কর্তা, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও।

মূলত মন্দির উদ্বোধনের পর বিপুল ভিড় সামাল দেওয়ার দিকেই জোর দেওয়া হয় এই বৈঠকে। ভবিষ্যতে মন্দির পরিচালনা, পর্যটকদের সুরক্ষা, যানবাহনের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা ও থাকার ব্যবস্থা—এই সব দিকেই নজর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে ট্রাস্টের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, তারই রূপরেখা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রতিটা ব্লকে ব্লকে এলইডি টিভি রাখা থাকবে

৩ এয়ার কন্ডিশন হ্যাঙ্গার

কনভেনশন সেন্টারে শিল্পপতিদের থাকার ব্যবস্থা

ট্র্যাফিক সিস্টেম যেন ঠিক থাকে

২৯ তারিখ যজ্ঞ হবে

প্রাণ প্রতিষ্ঠা ৩০ তারিখ

দুপুর ৩-৩.১০ মিনিটে দ্বারোদঘাটন

তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে

জুতো, মোবাইল রাখার জন্য ক্লক রুম ৪টে

তীর্থ গ্রিন কার্ড ইস্যু করা হবে

সোনার ঝাড়ুর জন্য পাঁচ লক্ষ এক টাকা দেবেন মুখ্যমন্ত্রী

হলদিয়া - দীঘা সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে

ধ্বজা তোলার জন্য পুরী থেকে ৩-৪ জনের টিম আসবে

পর্যটনে উৎসাহ দিতে ও ধর্মীয় সৌহার্দ্য বাড়াতে দীঘার জগন্নাথ মন্দির হতে চলেছে এক নতুন অধ্যায়। অক্ষয় তৃতীয়ায় রাজ্যবাসী পেতে চলেছেন এক ঐতিহাসিক উপহার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?