TMC লেলিয়ে দিয়েছে CPM-কে, সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের

Published : Jan 30, 2026, 02:41 PM IST

Dilip Ghosh: হুমায়ুন কবীর আর মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি আক্রমণ করেন সিপিএমকে। তাঁর কথায় সিপিএম সিদ্ধান্তহীনতায় ভুগছে। পাশাপাশি জোট নিয়েও তিনি নিশানা করেছেন টিএমসিকে। 

PREV
15
রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ!

বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করার পরে নতুন দল তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দল জনতা উন্নয়ন পার্টি। সম্প্রতি তিনি জোটের প্রস্তাব দিয়েছেন তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তারপরই তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

25
সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বার্তা

সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি সরাসরি আক্রমণ করেছেন সিপিএমকে। তাঁর কথায় সিপিএম একটি 'কনফিউসড দল'। সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

35
সিপিএমকে নিশানা

দিলীপ ঘোষ আরও বলেন, সিপিএম সিদ্ধান্ত নিতে পারে না। কখনও কংগ্রেসের সঙ্গে যাচ্ছে। কখনও আবার আলাদা চিন্তাভাবনা করছে। 'ওদের সম্পর্কের সমীকরণ বোঝা দায়! সিপিএম আসলে সব ঘেঁটে দিতে চাইছে।'

45
নিশানায় তৃণমূল কংগ্রেস

দিলীপ ঘোষ হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে বলতে গিয়ে একহাত নেন তৃণমূলকে। তিনি বলেন, তৃণমূলই হয়তে সিপিএমকে কাজে লাগিয়েছে। তৃণমূল চায় না জোটটা ঠিকঠাক হোক। তাই সিপিএমকে লেলিয়ে দিয়েছে।

55
মৌসম নূরকে আক্রমণ

সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরে গেছেন মৌসন নূর। তা নিয়েও দিলীপ ঘোষ একহাত নেন। তিনি আক্রমণ করেন মৌসমকে। তিনি বলেন, মৌসম নিজের এলাকায় সংখ্যালঘু মানুষের জন্য কিছু করেননি। শুধুমাত্র মুসলিমদের ব্যবহার করছেন। অথচ গনিখান চৌধুরী সংখ্যালঘু মানুষের কথা ভেবেছিলেন। সেই কারণেই তাঁকে এখনও মানুষ মনে রেখেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories