- Home
- West Bengal
- West Bengal News
- আজ রাতে কলকাতায় অমিত শাহ, প্রার্থী তালিকা থেকে কর্মিসভা- রইল বিজেপি নেতার সফরসূচি
আজ রাতে কলকাতায় অমিত শাহ, প্রার্থী তালিকা থেকে কর্মিসভা- রইল বিজেপি নেতার সফরসূচি
Amit Shah Bengal Visit: দুই দিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছাবেন। তারপর থেকেই তাঁর ঠাসা কর্মসূচি। দুটি কর্মিসভায় উপস্থিত থাকবেন বিজেপির চাণক্য। রইল অমিত শাহের সফরসূচি।

বঙ্গ সফরে অমিত শাহ
আবারও বঙ্গ সফরে অমিত শাহ। আজ রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা। জানুয়ারি মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে আসছেন তিনি। বিজেপি সূত্রের খবর ভোটের রণকৌশল ঠিক করতেই বঙ্গ সফরে অমিত শাহ।
কর্মিসভায় অমিত
বিজেপি সূত্রের খবর, পরীক্ষার মরশুম। আর সেই কারণেই জনসভা হচ্ছে না। কর্মিসভাতেই জোর দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে অমিত শাহের। একটি বারাসতে। অন্যটি শিলিগুড়িতে। অর্থাৎ একটি উত্তরবঙ্গের অন্যটি দক্ষিণবঙ্গে।
অমিত শাহের সফরসূচি
শুক্রবার রাতে কলকাতায় পৌঁছাবেন বিজেপি নেতা অমিত শাহ। রাতে নিউটাউনের হোটেলে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পরিবের দিন শনিবার সকালে বারাতসে কর্মী সম্মেলন হবে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে। সেখানে উপস্থিত থাকবেন। তারপরই বিকেলে শিলিগুড়িতে কর্মিসভায় যোগ দেবেন বিজেপি নেতা।
রণকৌশল চূড়ান্ত করতে বৈঠক
বিজেপি সূত্রের খবর ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। আর সেই কারণেই কোর কমিটির বৈঠক। দলের রণকৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে এই বৈঠকে। একই সঙ্গে আজ রাতে বৈঠক হবে ইস্তেহার কমিটিরর। কোন কোন বিষয় থাকবে তা নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে কথা বললেন অমিত শাহ।
নজরে প্রার্থী তালিকা
ইতিমধ্যেই প্রার্থী তালিকা তৈরি করতে শুরু করেছে বিজেপি নেতারা। তেমনই খবর গেরুয়া শিবির সূত্রে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করবেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেবেন। তাই সবমিলিয়ে অমিত শাহের এই বঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ।

