বিজেপিতে যোগ দিচ্ছেন তসলিমা নাসরিন? জল্পনা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে

Published : Apr 26, 2025, 12:31 PM IST

Taslima Nasrin may join BJP: বাংলার রাজনীতিতে গুঞ্জন বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে পারেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। 

PREV
115
বাংলার রাজনীতিতে গুঞ্জন

বাংলার রাজনীতিতে গুঞ্জন বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে পারেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

215
বিজেপির হাত ধরে রাজনীতিতে

সূত্রের খবর বিজেপির হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করতে পারেন তসলিমা নাসরিন।

315
বিজেপির পাখির চোখ

আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ। আর সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তাতেই বিজেপির তুরুপের তাস হতে চলেছে তসলিমা নাসরিন।

415
বিজেপি সূত্র

বিজেপির একটা সূত্র বলছে, তসলিমা নাসরিন সরাসরি বিজেপিতে যোগ দেবেন না। তিনি বিজেপির প্রচাসে অংশ নেবেন।

515
টার্গেট সংখ্যালঘুরা

বঙ্গ বিধানসভা ভোটে বিজেপির টার্গেট সংখ্যালঘু ভোটার। আর সেখানেই তসলিমাকে হাতিয়ার করতে চায় বিজেপি।

615
বিজেপির উদ্দেশ্য

বিজেপির একটি সূত্র বলছে বাংলায় মুসলিমদের ভোটব্যাঙ্কে একচ্ছত্র অধিকার রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে ভাগ বসাতেই তসলিমাকে হাতিয়ার করতে চাইছে বিদেপি। বাংলাদেশি লেখিকাই বিজেপির হয়ে মুসলিমদের কাছে যেতে পারেন ভোট চাইতে।

715
সংখ্যালঘু তারকা প্রচারক

বিজেপি সূত্রের খবর সংখ্যালঘু এলাকায় তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। আর সেখানেই তসলিমাকে দিয়ে প্রচার কাজ সারতে চাইছে গেরুয়া শিবির।

815
তসলিমার ইউনুস বিরোধিতা

বাংলাদেশে পালাবাদল মেনে মেননি তসলিমা নাসরিন। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টই তার জ্বলন্ত উদাহরণ। পাশাপাশি তিনি মহম্মদ ইউনুসের ঘোর বিরোধী।

915
বিজেপির উদ্দেশ্য

বাংলাদেশ বিরোধিতাকেও ভোটের জন্য কাজে লাগাতে চায় বিজেপি। আর সেই কারণে তসলিমাকে নিয়ে আসতে পরে প্রচার।

1015
শমীক ভট্টাচার্যের দাবি

সম্প্রতি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তসলিমা নাসরিকদের দেশে ভারতে ফেরানের আওয়াজ তুলেছে। তিনি সংসদেও তুলেছিলেন।

1115
ধন্যবাদ জ্ঞাপন

তাতেই তসলিমা নাসরিন বিজেপি নেতাকে ধন্যবাদ জনিয়েছেন।

1215
সম্পর্ক গাড় হচ্ছে

ওয়াকিবহাল মহলের ধারনা বিজেপির সঙ্গে তসলিমার সম্পর্ক ধীরে ধীরে গাড় হচ্ছে।

1315
বাংলাদেশ থেকে বহিষ্কারের করণ

শমীক সংসদে জানিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কট্টরপন্থীদের সমালোচনা করেছিলেন তসলিমা। সেই কারণেই বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

1415
কলকাতায় আশ্রয়

তারপর কলকাতায় আশ্রয় নেন তিনি। পরিস্থিতির চাপে তাঁকে কলকাতা থেকেও 'বিতাড়িত' করা হয় ।

1515
শমীকের অভিযোগ

শমীকের অভিযোগ, 'তসলিমাকে কলকাতা থেকে তাঁকে বিতাড়িত করতে তৎপর হয়েছিলেন যে কংগ্রেস নেতা, তিনি এখন তৃণমূলে'।

click me!

Recommended Stories