East-West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় আপডেট, রবিবার এই পরীক্ষা হবে বিপর্যস্ত বউবাজার সুড়ঙ্গে

Published : Apr 25, 2025, 05:28 PM IST

East-West Metro safety check: বউবাজার এলাকার অংশ জুড়ে গেলে অর্থাৎ পুরো পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে ১০ মিনিটেরও কম। আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সময় লগবে মাত্র ২৫ মিনিট। 

PREV
110
ইস্ট ওয়েস্ট মেট্রো

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বড় খবর। বউবাজার সুড়ঙ্গ নিয়ে সামনে এল বড় খবর।

210
বউবাজার সুড়ঙ্গ

ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার অংশের সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। সেই অংশ তৈরি হয়ে গেলে এসপ্ল্যান্ড থেকে শিয়ালদহ জুড়ে যাবে।

310
যাত্রা হবে দ্রুতগামী

বউবাজার এলাকার অংশ জুড়ে গেলে অর্থাৎ পুরো পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে ১০ মিনিটেরও কম। আর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সময় লগবে মাত্র ২৫ মিনিট।

410
বউবাজা সুড়ঙ্গের কাজ

বউবাজার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে বলে কলকাতা মেট্রো সূত্রের খবর। তবে বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেক্ষেত্র গুলিতে ছাড়পত্র পাওয়ার পরই জুড়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো।

510
সেফটি চেক

আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার রেলওয়ে সেফটি কমিশনার বউবাজারের বিপর্যন্ত অংশের সুড়ঙ্গের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। তসব ঠিকঠাক থাকলে তারপর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত টানা মেট্রো চলাচলের ছাড়পত্র দেওয়া হবে।

610
পরীক্ষা হবে সিগন্যালেরও

সিগন্যালিং সিস্টেমের কাজ চলবে। সব ঠিক আছে কি না খতিয়ে দেখবেন আধিকারিকরা। আর সেই কারণেই পুরোপুরি বন্ধ থাকবে পরিষেবা।

710
বেসড কন্ট্রোল সিস্টেম

গ্রিন লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC) চালু হতে চলেছে। এই সিস্টেমই পরীক্ষা করে দেখা হবে। কোনও সমস্যা তৈরি হলে তা মেরামতি করা হবে এই সময়েক মধ্যে।

810
মেট্রোর বিবৃতি

কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে।

910
তিন দিন বন্ধ

শনিবার থেকে বন্ধ মেট্রো

শনিবার ২৬ এপ্রিল থেকে সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

1010
গ্রিন লাইন বন্ধ

টানা তিন দিন বন্ধ থাকবে হওড়া থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। সোমবারের পর থেকেই পরিষেবা চালু হবে।

click me!

Recommended Stories