West Bengal Bank Holiday: ১২ জানুয়ারি থেকে টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক! কেন ছুটি তার তালিকা দিল RBI, দেখে নিন

Published : Jan 11, 2026, 10:33 AM IST

West Bengal Bank Holiday January 2026: ১২ জানুয়ারি থেকে টানা বন্ধ ব্যাঙ্ক! সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। ঠিক কবে কবে ছুটি আর কেন সেই বিষয়ে সম্পূর্ণ তালিকা দিয়েছে RBI। কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে? পশ্চিমবঙ্গে?

PREV
17

১২ জানুয়ারি থেকে টানা বন্ধ ব্যাঙ্ক! সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। ঠিক কবে কবে ছুটি আর কেন সেই বিষয়ে সম্পূর্ণ তালিকা দিয়েছে RBI। কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকছে? পশ্চিমবঙ্গে? ( West Bengal  Bank Holiday January 2026)

27

১২ জানুয়ারি স্বামী বিবকানন্দের (Swami Vivekananda's Birthday) জন্মদিন উপলক্ষে ছুটি থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক। এদিন হবে না কোনও লেনদেন, জানিয়েছে RBI।

47

১৫ থেকে ১৭ জানুয়ারি (পোঙাল এবং সংশ্লিষ্ট উৎসব) বিশেষত তামিল নাড়ু-তে পোঙাল উৎসব উপলক্ষে ব্যাংক ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

57

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র (Republic Day) দিবস উপলক্ষে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিন কোনও লেনদেন হবে না দেশজুড়ে। তবে খোলা থাকবে ATM বা UPI-এর মাধ্যমেও লেনদেন করা যাবে। 

67

অন্যদিকে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো ও নেতাজীর Netaji's Birth day) জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে।

77

এ ছাড়াও ২৪ জানুয়ারি চতুর্থ শনিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে (রেজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী)।

Read more Photos on
click me!

Recommended Stories