দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী বৃদ্ধ, গ্রেফতার পিজি হাসপাতালের চিকিৎসকের বাবা

Published : Nov 09, 2024, 12:04 PM ISTUpdated : Nov 09, 2024, 12:05 PM IST
Guna girl kidnapped and raped

সংক্ষিপ্ত

হাসনাবাদে দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত এক ৭৩ বছর বয়সী ব্যক্তি, যিনি একজন নামকরা ডাক্তারের বাবা। মেয়েটির বাবা-মা কলকাতায় থাকাকালীন এই ঘটনা ঘটে।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলেছে দীর্ঘদিন। নারী সুরক্ষা নিয়ে দাবি করেছেন সকলে। দীর্ঘদিনের এই লড়াইয়ে যোগ দিয়েছিলেন সারা দেশের মানুষ। তাতেও সমাজের পরিস্থিতি বদল হল না। এবার ধর্ষিত হতে হল এক দশম শ্রেণির ছাত্রীকে।

ফের ধর্ষণের ঘটনা ঘটল হাসনাবাদে। হাসনাবাদে দশম শ্রেণির ছাত্রিকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার ডাক্তারের বাবা। এমন কাণ্ড ঘটিয়েছেন এক ৭৩ বছরের বৃদ্ধ। 

মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে বাড়িতে রেখে কলকাতায় গিয়েছিলেন তাঁর বাবা মা। সেই সুযোগটাই কাজে লাগিয়ে মেয়টিকে ধর্ষণ করে ওই ব্যক্তি। পিজি হাসপাতালের নাম করা ডাক্তারের বাবা সে। বছর ৭৩-র সেই বৃদ্ধ দুটি ছাদ টপকে ঘরের ভিতরে ঢোকে। সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

নাবালিকার পরিবারের দাবি, বাড়ির কাউকে এ কথা জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে খবর। হাসনাবাদ থানায় অভিযোগ জানাতেই পুলিশ সকাল হাসনাবাদ এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়। চলছে ঘটনার তদন্ত। 

এই ঘটনায় নির্যাতিতা নাবালিকার মা বলেন, এর আগেও মেয়েকে একাধিকবার উত্যক্ত করতেন ওই বৃদ্ধ। আমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই অপকর্ম করেন বলে অভিযোগ। একজন ৭৩ বছরের বৃদ্ধের এমন কাজে চমক পেয়েছেন সকলে। পিজি হাসপাতালের চিকিৎসক তাঁর ছেলে। ডাক্তারের বাবা হয়ে এমন ঘটনা যে ঘটাতে পারে কেউ তা আন্দাজ করতে পারেনি কেউই। সব মিলিয়ে এখন খবরে হাসনাবাদের ঘটনা। 

 

PREV
click me!

Recommended Stories

কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমলেও উধাও জাঁকিয়ে শীতের আমেজ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Mithun Chakraborty: 'আমরাও খেলব আর ঠিক সময়ে পেনাল্টিতে বল বসিয়ে গোল দেব!' বিস্ফোরক মিঠুন