
WB Heatwave Alert News: বৈশাখের শেষবেলায় রোদে একেবারে তেতেপুড়ে যাওয়ার মতন অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বেলা যত বাড়ছে ততই চড়ছে তাপমাত্রার পারদ। সপ্তাহের শুরুতেই রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কেমন থাকবে আজকের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিমের শুষ্ক গরম হাওয়ার কারণে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের চার জেলায়। যারমধ্যে রয়েছে- বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলা। মঙ্গলবার তাপপ্রবাহ ব জায় থাকবে রাজ্যের ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বুধবার তাপপ্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। এছাড়াও বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি ভাব বজায় থাকবে। পশ্চিমের ৫-৬ জেলাতে লু এর মত পরিস্থিতি থাকবে দুপুরবেলায়। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস ।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এই জেলাগুলিতে। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে
বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণের এই জেলাগুলিতে।
সোমবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Kolkata Weather Forecast)
কলকাতায় আজ গরমে চরম অস্বস্তিভাব বজায় থাকবে সারাদিন। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা রয়েছে। সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে বুধবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার কলকাতার তাপমাত্রা (Today Weather Temperature):-
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮২ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-
উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ওপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে ও ঝড়বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার ঝড়ের দাপট কিছুটা কমবে। তবে দার্জিলিং সহ পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।