বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, মঙ্গলবার থেকেই দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল

Published : Aug 18, 2025, 08:09 PM IST

Kolkata Weather Alerts: সাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ১২ ঘন্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের ২২ অগাস্ট শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের।

25
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের প্রায় সব জেলাতেই কোন কোন অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

35
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গলবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

45
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা বাতাস। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে জেলায়।

55
ভারী বৃষ্টির সতর্কা

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি। রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Read more Photos on
click me!

Recommended Stories