- Home
- West Bengal
- Kolkata
- ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
Mamata On New Scheme: ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ। এবার তাদের পাশে দাঁড়াতে নয়া প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পরিযায়ী শ্রমিকদের পাশে মুখ্যমন্ত্রী
ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগে তুলে এর আগে বহুবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পরিযায়ী শ্রমিকদের জন্য নিলেন বিশেষ উদ্যোগ। যারফলে উপকৃত হবেন ভিনরাজ্য থেকে ফেরত আসা বাঙালি শ্রমিকরা।
নতুন প্রকল্পের ঘোষণা
ভিনরাজ্যে থেকে বাংলায় ফেরত আসা বাঙালি শ্রমিকদের জন্য নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন তিনি। যারফলে উপকৃত হবেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী বাঙালি শ্রমিকরা।
‘শ্রমশ্রী’ প্রকল্পের সুবিধা কী কী?
সোমবার নবান্ন থেকে শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যার সর্বোচ্চ নেত্রী। তিনি বলেন, ‘’আগেই আশ্বাস দিয়েছিলাম যে, পরিযায়ী শ্রমিকদের পাশে সবসময় থাকবে রাজ্য সরকার। ভিনরাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন তাঁরা সকলেই এই শ্রমশ্রী প্রকল্পে যুক্ত হতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে তারা যতদিন না কাজ পাচ্ছেন ততদিন মাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে।''
পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা
শুধু তাই নয়, এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে উৎকর্ষ বাংলায় তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ড, জবকার্ড। বাংলার পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প। শ্রমদফতর থেকে ফিরে আসা শ্রমিকদের মাসিক ৫০০০ টাকা অনুদান এবং 'স্বাস্থ্য সাথী' কার্ড দেওয়া হবে। 'শ্রমশ্রী' নামে একটি টোটাল তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বাকি সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা।
পরিযায়ী পুনর্বাসনে উদ্যোগী মুখ্যমন্ত্রী
যে সকল শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন তারা ফিরে আসলে রাজ্যে তারা যাতে মানসিক শান্তি পান তার জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে। যে সকল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে চান তাদের সকলকেই ফিরিয়ে আনবে রাজ্য সরকার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা স্কুলে ভর্তি সমস্ত ব্যবস্থা করবে রাজ্য সরকার।

