West Bengal Police: মহেশতলায় অশান্তি ছড়াতেই রাজ্য পুলিশে বড় রদবদল, সরিয়ে দেওয়া হল আইসি-কে

Published : Jun 14, 2025, 12:01 PM ISTUpdated : Jun 14, 2025, 01:06 PM IST

Mahestala Update: অশান্ত মহেশতলায় উত্তেজনার আবহে বদল করা হল আইসি-কে। রাজ্য পুলিশে বিরাট রদবদল। কাকে কোথায় পাঠানো হল? দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
16
রাজ্য পুলিশে রদবদল

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় অশান্তির ঘটনার পরই বদল ঘটল রাজ্য পুলিশের একাধিক পদে। রদবদল হল একাধিক গুরুত্বপূর্ণ পদে। সরিয়ে দেওয়া হল রবীন্দ্রনগর থানার আইসি-কে।  

26
রবীন্দ্রনগর থানার আইসি বদল

নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে রদবদলের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি-কে। আইসি মুকুল মিঞাকে সরিয়ে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। মুকুল মিঞার বদলে তার জায়গায় আনা হয়েছে মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে।

36
বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও

অশান্তির আবহে বদলি করে দেওয়া হয়েছে মহেশতলার এসডিপিও-কে। পূর্বতন এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশ (SAP)-র তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডান্ট পদে। এবং তার জায়গায় নতুন SDPO হয়েছেন সৈয়দ রেজাউল কবীর। তিনি রাজারহাট থানার আইসি হিসেবে দায়িত্বে ছিলেন। 

46
থমথমে মহেশতলা

মহেশতলাকাণ্ডে জেলা পুলিশ ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করেছিল।  , সেই সংখ্যা আরও বাড়ল। রাজ্য পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের গ্রেফতারির সংখ্যা ১৮ থেকে বেড়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন ।পাশাপশি কলকাতা পুলিশের নাদিয়াল থানায় ৪ টি কেস রজু হয়েছে । যার ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করছে কলকাতা পুলিশ । মোট গ্রেফতারির সংখ্যা ৪০ ।

56
অশান্তি থামাতে নামানো হয় র‍্যাফ

গত বুধবার তপ্ত হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। রবীন্দ্রনগর থানা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে রীতিমতো তাণ্ডব হয়েছিল। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে মুড়িমুড়কির মতো ইট, পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে জারি করা ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা। এছাড়াও বিক্ষোভ ঠেকাতে রাস্তায় নামে  র‍্যাফ। 

66
পুলিশের রুটিন বদলি

মহেশতলার অশান্তির পর রাজ্য পুলিশের এতগুলি পোস্টে ব্যাপক রদবদল নিয়ে প্রশ্ন উঠতে  শুরু করেছে। যদিও নবান্নের তরফে এটি রুটিন বদলি বলেই জানানো  হয়েছে। তবে এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়। 

Read more Photos on
click me!

Recommended Stories