Train Cancel News: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি, শিয়ালদহের এই শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Published : Jul 05, 2025, 10:47 AM IST

Local Train Cancel News: সপ্তাহান্তে ফের ট্রেন বাতিলে ভোগান্তি। শিয়ালদহ শাখায় একাধিক রুটে  শনি-রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।  বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
17
ফের বাতিল লোকাল ট্রেন

সপ্তাহান্তে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ফের  একগুচ্ছ  ট্রেন বাতিল। বাড়ি থেকে বেরনোর আগে একবার  দেখে  নিন আজকের ট্রেনের সময়সূচি। 

27
কেন ফের ট্রেন বাতিল?

গত সপ্তাহের পর ফের চলতি মাসের শুরুতেই শিয়ালদহ মেইন শাখায় বাতিল লোকান ট্রেন। রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ের কাজ এবং ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

37
কোন কোন ট্রেন বাতিল থাকছে?

রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে ডাউন শিয়ালদহ-দত্তপুকুর লোকাল (৩৩৬১২)। শিয়ালদহ-বনগাঁ লোকাল (33811, 33817), (33824, 33826)।   

47
মেইন লাইনেও বাতিল বহু ট্রেন

৫ ও ৬ জুলাই বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি আপ ও ডাউন ট্রেন। বাতিল থাকবে (32211, 32213, 32215, 32217, 32219) ( 32212, 32214, 32216, 32218, 32220)। 

57
ট্রেন বাতিল

রেল সূত্রে খবর, বাতিল থাকছে শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ডাউন 31312

শিয়ালদহ-নৈহাটি: আপ 31411, 31415/ ডাউন 31412, 31414, 31422

কোমাগাটা মারু বজবজ-শিয়ালদহ: আপ 34117। 

নৈহাটি-কল্যাণী সীমান্ত আপ 31191। 

67
শিয়ালদহ দক্ষিণ শাখায়ও বাতিল ট্রেন

রেল সূত্রে খবর, শুধু মেইন লাইনেই নয়। রেলওয়ে ট্রাক মেরামতের কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকবে আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। স্বাভাবিক ভাবেই সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি থেকেই যাচ্ছে। 

77
ট্রেন বাতিলে দুর্ভোগ

গত সপ্তাহেও ট্রাফিক ব্লকিংয়ের কাজের জন্য শিয়ালদহ-দমদম শাখায় বাতিল ছিল একগুচ্ছ লোকাল ট্রেন। এমনিতেই ছুটির দিনে সবাই এদিক ওদিক ঘুরতে বেরোয়। তার উপরে মাসের  শুরুতেই একাধিক শাখায়  ট্রেন বাতিলে দুর্ভোগ চরমে। 

Read more Photos on
click me!

Recommended Stories