সপ্তাহান্তে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ফের একগুচ্ছ ট্রেন বাতিল। বাড়ি থেকে বেরনোর আগে একবার দেখে নিন আজকের ট্রেনের সময়সূচি।
27
কেন ফের ট্রেন বাতিল?
গত সপ্তাহের পর ফের চলতি মাসের শুরুতেই শিয়ালদহ মেইন শাখায় বাতিল লোকান ট্রেন। রেল সূত্রে খবর, সিগন্যালিংয়ের কাজ এবং ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
37
কোন কোন ট্রেন বাতিল থাকছে?
রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল থাকবে ডাউন শিয়ালদহ-দত্তপুকুর লোকাল (৩৩৬১২)। শিয়ালদহ-বনগাঁ লোকাল (33811, 33817), (33824, 33826)।
রেল সূত্রে খবর, শুধু মেইন লাইনেই নয়। রেলওয়ে ট্রাক মেরামতের কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকবে আপ ও ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। স্বাভাবিক ভাবেই সপ্তাহান্তে যাত্রী ভোগান্তি থেকেই যাচ্ছে।
77
ট্রেন বাতিলে দুর্ভোগ
গত সপ্তাহেও ট্রাফিক ব্লকিংয়ের কাজের জন্য শিয়ালদহ-দমদম শাখায় বাতিল ছিল একগুচ্ছ লোকাল ট্রেন। এমনিতেই ছুটির দিনে সবাই এদিক ওদিক ঘুরতে বেরোয়। তার উপরে মাসের শুরুতেই একাধিক শাখায় ট্রেন বাতিলে দুর্ভোগ চরমে।