WB Medical Council: বাতিল লাইসেন্স। আর ডাক্তারি  করতে পারবেন না প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু সেন। কেন তাঁর বিরুদ্ধে  এই সিদ্ধান্ত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Shantanu Sen News: বিপাকে তৃণমূল নেতা শান্তনু সেন (Shantanu Sen)। বিদেশি ডিগ্রি নিয়ে ডাক্তার হওয়ার অভিযোগে শান্তনু সেনের ডাক্তারির লাইসেন্স বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সূত্রের খবর, এবার থেকে নামের পাশে আর ডাঃ কথাটি ব্যবহার করতে পারবেন না তিনি। দু-বছরের জন্য এই সাসপেন্ড নির্দেশিকা বহাল থাকবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তৃণমূল নেতা শান্তনু সেনের বিরুদ্ধে উঠেছে রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশ থেকে 'এফআরসিপি গ্লাসগো' নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ। যদিও জুন মাসেই তা নিয়ে শান্তনু সেনকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই কাউন্সিলের তরফে শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু-বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিষয়ে মেডিকেল কাউন্সিলের দাবি, ''এফআরসিপি ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। এফআরসিপি হল একটি সাম্মানিক ডিগ্রি। ওই ডিগ্রির ব্যাপারে জানতে গ্লাসগোতে তারা একটি মেলও করেছিল। জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি বলেই জানিয়েছে কাউন্সিল।''

এদিকে, কাউন্সিলের এই সিদ্ধান্তের পর যে শান্তনু সেন যে আর ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না? তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই বিষয়ে মেডিকেল কাউন্সিলের এক কর্তা বলেন, ''তা-ই তো হওয়া উচিত।'' তবে শান্তনু সেন নিজেই দীর্ঘদিন ধরে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য ছিলেন। চলতি বছরের শুরুতেই তাকে এই সদস্য পদ থেকে বহিস্কার করে কাউন্সিল। অবশ্য তার আগেই দল বিরোধী কথা বলায় তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় রাজ্যসভার প্রাক্তন এই সাংসদকে।

উল্লেখ্য, ‘ভুয়ো' বিদেশি ডিগ্রি ব্যবহারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে দু'বছরের জন্য সাসপেন্ড শান্তনু সেন।দুবছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন। র বিরুদ্ধে বিদেশ থেকে ভুয়া ডিগ্রি আমদানি করার অভিযোগ ছিল।তার তদন্ত করে প্রমাণিত হয়েছে যে তার ডিগ্রি ভুয়ো।ফলতঃ তাকে দুবছরের জন্য সাসপেন্ড করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল।

কোনো রোগী দেখতে পারবেন না শান্তনু সেন। ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য ডাক্তার শান্তুনু সেনকে নোটিস করেছিল মেডিক‌্যাল কাউন্সিল। শান্তুনু সেনের প্রফেশনাল লেটারহেডে এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব‌্যবহার করা হলেও তা মেডিক‌্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্ট্রার্ড নেই।।

ইন্ডিয়ান মেডিক‌্যাল কাউন্সিল অ‌্যাক্ট এর সেকশন ২৬ অনুযায়ী যে কোনও ডিগ্রি মেডিক‌্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ‌্যতামূলক। প্রমাণ হিসেবে মেডিক‌্যাল কাউন্সিলের সদস‌্যদের কাছে যে সার্টিফিকেট ডা. শান্তনু দেখিয়েছেন।

সেখানে দেখা যাচ্ছে আদতে ডাঃ সেনের সার্টিফিকেটে ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো)।কিন্তু লেটারহেডে কোথাও লেখা নেই এই ডিপ্লোমা অফ ফেলোশিপ বিষয়টি। লেটারহেডে কোথাও লেখা নেই ডিপ্লোমা অফ ফেলোশিপ এফআরসিপি (গ্লাসগো)। তার জায়গায় শুধুমাত্র লেখা আছে এফআরসিপি (গ্লাসগো)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।