প্লেন না জাহাজ? টানা বৃষ্টিতে জলে ডুবে গেল দমদম এয়ারপোর্ট! ভিডিও দে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Published : Aug 04, 2024, 08:19 AM IST
Kolkata

সংক্ষিপ্ত

প্লেন না জাহাজ? টানা বৃষ্টিতে জলে ডুবে গেল দমদম এয়ারপোর্ট! ভিডিও দে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

টানা বৃষ্টিতে মারাত্মক ভাবে জলমগ্ন কলকাতা এয়ারপোর্ট। বিমানবন্দরের পার্কিং ওয়েতে জমেছে জল। টানা বৃষ্টির জেরে দেখা গিয়েছে এই পরিস্থিতি। তবে এয়ারপোর্টের রানওয়েতে কোনও জল নেই। তাই বিমানের পরিষেবাও ঠিকঠাকই চলছে।

অবশ্য এয়ারপোর্ট জলমগ্ন হওয়ার একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেকানে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানকে জলের মধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জল এতটাই বেড়েচে যে পাশ দিয়ে একটি গাড়ি যাওয়ায় জলের ঢেউ গিয়ে পড়ছে ফ্লাইটের চাকায়।

তবে টানা বৃষ্টিতে জলমগ্ন অন্ডাল এয়ারপোর্ট। তাই বিমান পরিষেবা ব্যহত হয় শুক্রবার। বাতিল হয় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। কেন জল নিকাশি সম্ভব হল না তা নিয়েও প্রশ্ন ওঠে।

এদিন অন্ডালের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট পাড়ায় সেখানে, দেখা যায় বিমান বন্দরের বে, রানওয়ের পাশের লাউঞ্জ থেকে টিকিটঘর, লাগেজ বেল্ট, ভই আইপি রুম সবই জলের তলায় ডুবে গিয়েছে।

 

 

তবে জল নেমে গেলেও আজও অন্ডাল থেকে বাতিল বহু ফ্লাইট। গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা শক্তি বাড়িয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। আজও প্রবল বৃষ্টিপাত আশঙ্কা বঙ্গজুড়ে।

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের
আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য