তেল ও গ্যাসের উত্তোলনে দুবাইয়ের সঙ্গে এবার পাল্লা দিতে পারে পশ্চিমবঙ্গ, সাহায্য করতে চাইছে মোদী সরকার, রাজি নয় রাজ্য?

Published : Aug 03, 2024, 04:03 PM ISTUpdated : Aug 03, 2024, 04:17 PM IST
Petrolium

সংক্ষিপ্ত

বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে রাজ্যে! একেবারে বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের অর্থনীতি

পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে! প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি, তেলেরও সন্ধান মিলেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও সংলগ্ন এলাকায়। এই তেল কোনও ভাবে উত্তলন করা গেলেই একেবারে বদলে যাবে রাজ্যের অবস্থা।

পশ্চিমবঙ্গের একাধিক স্থানে সাইসমিক সার্ভে চালিয়েছে কেন্দ্র। সার্ভের পরে আপাতত রাজ্যের চারটি স্থানে বিপুল প্রাকৃতিক গ্যাস তেলের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। অশোক নগর ১, অশোক নগর ২, কনকপুল ১ -এ গ্যাসের ভাণ্ডার পাওয়া গিয়েছে। অন্যদিকে পাটুলি ১, অশোকনগর-১, কনকপুল-১ এলাকায় মাটির নীচে হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।

যদি সব ঠিকঠাক ভাবে উত্তলন করা সম্ভব হয় তবে পশ্চিমবঙ্গের অবস্থাই বদলে যাবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পেট্রোপ্রকল্পের বিনিয়োগ বাড়ায় রাজ্যের আর্থ সামাজিক অবস্থাই একেবারে পাল্টে যাবে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা দেখা গিয়েছে।

ইতিমধ্যেই কিছু অংশের তেল উত্তলন করার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্র। কিন্তু উত্তলন শুরু আগে 'ড্রিলিং'-এর জন্য রাজ্যের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ এর ছাড়পত্র প্রয়োজন। কিন্তু সেই 'ড্রিলিং'এর অনুমতি রাজ্য দিচ্ছে না বলে অভিযোগ কেন্দ্রের।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: ডিসেম্বরে আর ঠিক কতটা শীত পড়বে? রইল আবহাওয়ার আপডেট
৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা, আরও কত ডিগ্রি নামবে তাপমাত্রা? রইল আপডেট