বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?

বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?

Anulekha Kar | Published : Aug 3, 2024 11:42 AM IST / Updated: Aug 03 2024, 05:13 PM IST

কোনও মতে কমছে না আলুর দাম। আগামী দিনে আলুর দাম কমার সম্ভাবনাও কম। ২০-২৫ টাকার আলু বাজারে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু অন্যদিকে টাস্ক ফোর্স দাবি করেচে যে আলুর দাম নিয়ন্ত্রণে রয়েছে।

বাইরের রাজ্যে আলু পাঠাতে না পারায় ধর্মঘটে নেমেছিল পশ্চিমবঙ্গ প্রগতীশীল আলু ব্যবসায়ী সমিতি। এ প্রসঙ্গে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন রাজ্যের মন্ত্রী। তাতে ২৬ টাকার নিচে কোনও ভাবেই আলুর পাইকারি বিক্রি সম্ভব নয় বলে জানিয়েছেন আলু ব্যবসায়ীরা।

Latest Videos

কিন্তু যে চন্দ্রমুখী আলু বাজারে বিক্রি হচ্ছে তা আদৌ চন্দ্রমুখী প্রজাতির? সাধারণত জ্যোতি আলুর থেকে বেশ অনেকটাই দাম বেশি চন্দ্রমুখী আলুর। ব্যবসায়ীদের দাবি প্রকৃত চন্দ্রমুখী হলে দাম আরও বেশি হবে। তাই মাটি মাখিয়ে দেদার বিক্রি হচ্ছে নকল চন্দ্রমুখী আলু।

তবে কোন প্রজাতির এই আলু?

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল এ প্রসঙ্গে বলেছেন "এবছর বাংলায় হেমাঙ্গিনী আলু একটু বেশি চাষ হয়েছে। জ্যোতির থেকে হেমাঙ্গিনীর দাম কিছুটা বেশি। চন্দ্রমুখীর দাম আরও বেশি। কলকাতা-সহ নানা বাজারে অনেক সময় হেমাঙ্গিনী আলু চন্দ্রমুখী বলে বিক্রি হয়।"

প্রসঙ্গত সেই আলুই চন্দ্রমুখী বেবে কিনে আনছেন ক্রেতারা। এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেচেন টাস্ক ফোর্স। তবে এখনও দাপিয়ে বিক্রি হচ্ছে এই আলু।

Share this article
click me!

Latest Videos

কুনাল ঘোষ এই অডিও কার কাছ থেকে পেল না নিজেরা বানাল? প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী | Viral Audio
'রাজ্যের সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম' বড় ঘোষণা মমতার | Mamata Banerjee | RG Kar Protest |
'ওনার বাড়িতে, ওনার সামনেই ৫ দফা দাবী জানিয়ে ফিরবো' গর্জে উঠে রওনা দিলেন ডাক্তাররা | RG Kar Protest
'আমি ওদেরকে চিনি না, জানি না, কোন সম্পর্ক নেই' বিস্ফোরক মন্তব্য Mamata Banerjee-এর | RG Kar Protest
Mamata Banerjee Live: হঠাৎ জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির মমতা, কী বার্তা, দেখুন সরাসরি