
সকাল ৮টা থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু। চূড়ান্ত প্রস্তুতি সারা। যুযুধান সব পক্ষ মেপে নিচ্ছেন পায়ের তলার জমি। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বনাম তৃণমূলের সৌগত রায় মধ্যে। তার সঙ্গে সিপিআইএম- সুজন চক্রবর্তী জেতার বিষয়ে আশা প্রকাশ করেছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত দমদমে ৮১৮৪ ভোটে এগিয়ে রয়েছেন সৌগত রায়। দমদম কেন্দ্রের (Dumdum Loksabha Constituency) ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট (Loksabha Election Results Live Update) দেখুন আমাদের সঙ্গে।
দমদম কেন্দ্রে প্রায় ৮,০০০ ভোটে এগিয়ে রয়েছেন অধ্যাপক সৌগত রায়।