এবার রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের কারণে অনেকেই দুর্গাপুজোয় আনন্দে মেতে উঠছেন না। তা সত্ত্বেও পুজোর কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে সবারই আগ্রহ রয়েছে।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে দুর্গাপুজো। কিন্তু এখনও পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয়নি বর্ষা। বিলম্বিত বর্ষার ফলে দুর্গাপুজোর সময়ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না। ফলে যাঁরা ঠাকুর দেখতে বেরোবেন, তাঁদের সমস্যা হওয়ার কথা নয়। অষ্টমী ও নবমীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে। দশমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পুজোর পরেও চলবে বৃষ্টি!
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, একাদশীর দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। ফলে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এই মরসুমের মতো বর্ষার বিদায় নেওয়ার সময় এখনও আসেনি।
পুজোর সময় কলকাতার আবহাওয়া কেমন থাকছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর কয়েকদিন রোজই কলকাতার বিভিন্ন অংশে হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পঞ্চমীর দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কয়েক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে অতীতে প্রবল বৃষ্টিতেও কলকাতা ও আশেপাশের জেলাগুলির মানুষ ঘুরে ঘুরে ঠাকুর দেখেছেন। এবারও সেটাই হতে পারে। যদিও এবার পরিস্থিতি ভিন্ন। তবে ঠাকুর দেখার জন্য ভিড় হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বৃষ্টি মাথায় নিয়েই একের পর এক পুজো উদ্বোধন মমতার, দুর্গার কাছে মুখ্যমন্ত্রীর দুর্যোগ কাটার প্রার্থনা
৭০ কিমি বেগে হবে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি! আর কতদিন এই বিপর্যয় চলবে রাজ্যে?
গভীর হচ্ছে নিম্নচাপ, কবে থেকে টানা বৃষ্টি শুরু কলকাতা ও জেলায়? মিলল নয়া আপডেট