দুর্গাপুজোর আগেই বৃষ্টি? নিম্নচাপের অশনি সঙ্কেত বাংলার আকাশে, বড় খবর দিল হাওয়া অফিস

আর মাত্র বাকি কয়েকদিন। তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)।

Subhankar Das | Published : Sep 21, 2024 9:06 PM IST

আর মাত্র বাকি কয়েকদিন। তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)।

কিন্তু ঠিক তার আগেই চিন্তার খবর দিল আবহাওয়া দফতর। বাংলার আকাশে দুর্যোগ সঙ্কেতই দেখছে হাওয়া অফিস। আপাতত কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেও, খুব শিগগিরিই ফের আবার আকাশের মুখ ভার হবে বলে জানা যাচ্ছে।

Latest Videos

এমনিতেই গত সপ্তাহের একটানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। বেশ কয়েকটি জেলার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। সেইসঙ্গে, প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে বিভিন্ন ব্যারেজ থেকে। ফলে, এই জলে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। কার্যত, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার অবধি, মূলত পরিষ্কার আকাশই থাকার কথা ছিল দক্ষিণবঙ্গে। রোদ ঝলমলে পরিবেশ ছিল মোটামুটি। যদিও রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হয়েছিল। কিন্তু সোমবার, আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই এখন দেখার বিষয়।

তবে আবহাওয়া দফতরের আশঙ্কা, আগামী অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে । অর্থাৎ, পুজোর মধ্যে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি বলে মনে করছে তারা। উল্লেখ্য, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন। আর তার জেরেই ভেসে গেছে দক্ষিণবঙ্গের একের পর এক গ্রাম।

জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর বা মহালয়া থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে। তবে এই কয়েকদিন আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই চলে। তাই পুজোয় অল্প অল্প বৃষ্টি হলেও কাটবে স্বস্তিতেই।

বাকিটা সময় বলবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে’ আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিস্ফোরক সুকান্ত মজুমদার
বীরভূমের 'বাঘ' কেষ্ট ফিরছে! বিরোধীদের চরম হুঙ্কার ফিরহাদের, দেখুন | Firhad Hakim Latest News
'দ্বিতীয়বার আমি মুখ দেখাতে আসব না যদি...' #suvenduadhikari #flood #shorts
জাল গোটাচ্ছে! CBI দপ্তরে Sandip Ghosh ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের হাজিরা | RG Kar News Live
ভয়ঙ্কর ভাঙন! ঘাটালে গিলে খেতে আসছে নদী, এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা | Ghatal Flood News Today