Durda Puja Immersion: দুর্গা পুজো উদ্যোক্তাদের কাজ প্রায় শেষের দিনে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। কলকাতা-সহ জেলাগুলিতে দুর্গাপুজো নির্বিঘ্নে করতে তৎপর রাজ্য সরকার থেকে শুরু করে জেলা প্রশাসন।
দুর্গাপুজোর প্রস্তুতি শেষ মুহূর্তে পৌঁছে গেছে। হাতে আর দিন ১৫-এর মত সময় রয়েছে। পুজো উদ্যোক্তাদের কাজ প্রায় শেষের দিনে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। কলকাতা-সহ জেলাগুলিতে দুর্গাপুজো নির্বিঘ্নে করতে তৎপর রাজ্য সরকার থেকে শুরু করে জেলা প্রশাসন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যাতে কোনও কারণে করুণ পরিণতি না পায় তারজন্য প্রায় প্রত্যেকটি জেলা প্রশাসনক কড়া ও সচেতন পদক্ষেপ নিয়েছে।
25
কলকাতার পুজো
দুর্গাপুজো উপলক্ষে কলকাতাতে তৃতীয়া থেকেই রাস্তায় জনতার ঢল নামবে। এমনটাই আশা রকরছে কলকাতা পুলিশ। সেই কারণে তৃতীয়া থেকেই নিরাপত্তা বিষয় কড়া পদক্ষেপ নিচ্ছে। তৃ়তীয়া থেকেই রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।
35
দুর্গা প্রতিমা বিসর্জনের নিয়ম
কলকাতা পুলিশ জানিয়েছে, ২ অক্টোবর বিজয় দশমী। আর ৪ অক্টোবরের মধ্যে কলকাতার সব প্রতিমা বিসর্জন দিয়ে দিতে হবে। ৫ অক্টোবর রেডরোডে অনুষ্ঠিত গবে পুজো কার্নিভাল। লালবাজার নির্দেশ দিয়েছে ১৫-২০ অক্টোবরের মধ্যে সমস্ত পুজো কমিটিকে অনুদানের খতিয়ান জমা দিতে হবে।
দুর্গাপুজোর বিসর্জন নিয়ে কড়া বালসুরঘাট পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুর্গা পুজোর প্রতিমা যত্রতত্র বিসর্জন করা যাবে না। চিহ্নিত নদীর ঘাট ও পুকুরেই প্রতিমা বিসর্জন করতে হবে। বিসর্জন ঘিরে যাতে আগের বারের মতচ দুর্ঘটনা না ঘটে তারই জন্য কঠোর জেলা পুলিশ।
55
কারা করবে বিসর্জন?
বালুরঘাট জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতবারের মত এবার যাতে প্রতিমা নিরঞ্জনে কোনও সমস্যা না হয় তারজন্য সচেতন থাকতে হবে। যারা সাঁতার জানে না তারা যেন প্রতিমা নিরঞ্জনে অংশ না নেয়- সতর্ক করেছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুর্গাপুজোয় যাতে কোনও অশান্তি না হয় তার দিনেই নজর দিয়েছে জেলা পুলিশ।