উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়

Published : Sep 13, 2025, 06:30 AM IST

WB Weather Forecast: সপ্তাহান্তে সকাল থেকেই উজ্জ্বল আকাশের মুখ। গত কয়েক দিন ধরে দেখা নেই বৃষ্টির। শনিবার কেমন থাকবে দিনভর উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

PREV
15
মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর বরেলি গোরখপুর পাটনা বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সিকিমের ঘূর্ণাবর্ত থেকে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশের ঘূর্ণাবর্ত এলাকায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

25
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। সাত জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পূর্ব দিকের জেলায়। ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে।

35
উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার ফের অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং সহ পাঁচ জেলা এবং দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

45
কেমন থাকবে মহানগরের আবহাওয়া?

শহরে আজ মূলত মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। সোম মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৮ শতাংশ।

55
ভিনরাজ্যের আবহাওয়া

মারাঠা ওয়াড়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে ভারীবৃষ্টি। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যাতেও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশে। সিকিম এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories