Weather Update: কেরলের মতো বঙ্গেও আগাম বর্ষার সম্ভাবনা! মঙ্গলেই উপকূলে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা

Published : May 27, 2025, 07:02 AM IST

আলিপুর হাওয়া অফিস আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।

PREV
110

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবার আগাম বর্ষার সম্ভাবনা প্রবল। কেরলে বর্ষা এসেছে।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলকায় সমুদ্র উত্তাল হতে পারে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

210

হাওয়া অফিস এখনও সঠিক দিন বলতে পারেনি বঙ্গে বর্ষার প্রবেশ করবে কবে। এদিন বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

310

অনুকূল পরিস্থিতি থাকলে দুই থেকে এক দিনের মধ্যেই রাজ্যে বর্ষা আসতে পরে। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৮ থেকে ৩০ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর সেই কারণেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

410

নিম্নচাপের ওপর বর্ষার আগমণ অনেকটাই নির্ভর করছে। দক্ষিণবঙ্গের বর্ষা নির্ভর করছে নিম্নচাপের ওপর। ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে উত্তাল হতে পারে সমুদ্র। তাই বুধবারের পর থেকে টানা তিন দিন সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

510

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বঙ্গোপসাগরে একটি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে সেটি।

610

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও স্বস্তি নেই। কারণ বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় অস্বস্তি রয়ে যাচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সেই কারণেই উত্তাল হতে পারে সমুদ্র।

710

কোচবিহার, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পরে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণেই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

810

বুধবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বর্ষণ।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

910

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে।

1010

এই সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও।

Read more Photos on
click me!

Recommended Stories