
West Bengal Weather News Today : বর্ষা আসছে ঝড়-জলের হাত ধরে, জুনের আগেই ভিজবে বাংলা
West Bengal Weather News Today : এই বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটল নির্ধারিত সময়ের আগেই। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে, কিন্তু এবার ২৫ মে-ই মৌসুমি বায়ু ঢুকে পড়েছে ভারতের মূল ভূখণ্ডে। এটি ইতিহাসে অন্যতম দ্রুত আগমন। এর আগে ১৯৯০ সালে ১৯ মে-তে সর্বকালীন দ্রুত বর্ষা এসেছিল কেরলে। ২৭ মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা আরও শক্তি সঞ্চয় করে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও মালদা জেলায় বেশি বৃষ্টি হতে পারে।