
সা সকালে ভূমিকম্প! মঙ্গলবার সকালে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছে এই ভূমিকম্প। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে , রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। বঙ্গোপসাগরে এই ভূমিকম্পর উৎস। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে এর উৎস ছিল বলে জানা গিয়েছে।
ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ওডিশাতেও এই কম্পন অনুভূত হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রা ভূমিকম্প হয়েছে বলেও জানা গিয়েছে।