- Home
- West Bengal
- West Bengal News
- মাত্র ২৫ মিনিটেই হাওড়া থেকে সেক্টের ফাইভ, ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য দুর্দান্ত খবর
মাত্র ২৫ মিনিটেই হাওড়া থেকে সেক্টের ফাইভ, ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য দুর্দান্ত খবর
Kolkata metro: আগামী মে মাসেই চালু হতে পরে হাওড়া ময়দান থেকে সেক্টের ফাইভ পর্যন্ত মেট্রো (Howrah Maidan - Sector Five Metro)পরিষেবা। জুড়ে যেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) গ্রিন লাইন। আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো যাত্রীদের জন্য সুখবর
মেট্রো যাত্রীদের খুব তাড়াতাড়ি আসবে সুখবর। এবার আর ব্রেক জার্নি করতে হবে না। কয়েক মাসের মধ্যেই জুড়ে যাচ্ছে গ্রিন লাইন মেট্রো।
এসপ্ল্যানেড-শিয়ালদহ জুড়বে
মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর খুব তাড়াতাড়ি জুড়ে যাবে হাওড়া ময়দান ও সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
বউবারের কাজ প্রায় শেষ
বউ এলাকায় মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে পরিষেবা।
মে মাসে পরিষেবা চালু
মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর চলতি বছর মে মাসেই জুড়ে যেতে পারে গ্রিন লাইন। চালু হতে পারে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
২৫ মিনিটে সেক্টর ফাইভ
হাওড়া থেকে সেক্টের ফাইভ ফাইভ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। সুবিধে পাবেন প্রচুর নিত্যযাত্রী।
হাওড়া থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে
গ্রিন লাইন জুড়ে গেলে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে মাত্র ১১ মিনিট।
বউবাজার কতটা নিরাপদ
বউবার এলাকার মেট্রো কতটা নিরাপদ? গত আড়াই দিন ধরেই খতিয়ে দেখল মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন। এই সংস্থার ছাড়পত্র পেলেই মার্চের শেষেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস-কে আসতে বলা হতে পারে।
সিআরএস-এর ছাড়পত্র
সিআরএস-এর ছাড়পত্র পেলেই বহু প্রতীক্ষিত এসপ্ল্যানেড -শিয়ালদহ অংশে যাত্রী পরিষেবা শুরু করতে পারবে মেট্রো কর্তৃপক্ষ।
বউবাজার বিপর্জয়
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের দূরত্ব মাত্র ২.৬৩ কিলোমিটার। বউবার এলকায় একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণে গ্রিন লাইনে কাটা সার্ভিস চালু করা হয়েছে।
মেট্রো সূত্রের খবর
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেফটি কমিশনার এই অংশ দেখে যাওয়ার পর কিছু মতামত দেবেন। সেই অনুযায়ী কাজ শেষ করতে হবে। সেই রিপোর্ট ফের যাবে সিআরএসের কাছে। সব দিক খতিয়ে দেখার পর অবশেষে দেওয়া হবে সবুজসংকেত। রাজ্য থেকে পেতে হয় ফায়ার প্রুফ সার্টিফিকেট। ট্রায়াল রানও হবে।

