Metro services: টানা ৩ দিন এই লাইনে বন্ধ মেট্রো পরিষেবা, গরমের মধ্যেই দুঃসংবাদ মেট্রো যাত্রীদের

Published : Apr 25, 2025, 12:57 PM IST

East West Metro Service: শনিবার থেকে টানা তিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। রেল সূত্রের খবর প্রযুক্তিগত বিষয়ে খতিয়ে দেখার জন্যই বন্ধ থাকবে ট্রেন চলাচল। 

PREV
110
খারাপ খবর

এই গরমে ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর। এবার আর টানা আর স্বস্তি যাতায়াত করা যাবে না।

210
তিন দিনের জন্য খারাপ খবর

তিন দিনের জন্য সমস্যা পোহাতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীদের।

310
শনিবার থেকে বন্ধ মেট্রো

শনিবার ২৬ এপ্রিল থেকে সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

410
গ্রিন লাইন বন্ধ

টানা তিন দিন বন্ধ থাকবে হওড়া থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা।

510
কারণ

সিগন্যালিং সিস্টেমের কাজ চলবে। সব ঠিক আছে কি না খতিয়ে দেখবেন আধিকারিকরা। আর সেই কারণেই পুরোপুরি বন্ধ থাকবে পরিষেবা।

610
মেট্রোর বিবৃতি

কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে।

710
বন্ধ সাবওয়ে

শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার সাবওয়েও বন্ধ থাকবে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে।

810
বেসড কন্ট্রোল সিস্টেম

গ্রিন লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC) চালু হতে চলেছে। এই সিস্টেমই পরীক্ষা করে দেখা হবে। কোনও সমস্যা তৈরি হলে তা মেরামতি করা হবে এই সময়েক মধ্যে।

910
বউবাজার সুড়ঙ্গ

আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার রেলওয়ে সেফটি কমিশনার বউবাজারের বিপর্যন্ত অংশের সুড়ঙ্গের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। তসব ঠিকঠাক থাকলে তারপর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত টানা মেট্রো চলাচলের ছাড়পত্র দেওয়া হবে।

1010
বাকি মেট্রো পরিষেবা

শুধুমাত্র কাজের জন্য বন্ধ থাকবে গ্রিন লাইন মেট্রো। শহরের বাকি মেট্রো পরিষেবা ব্যাহত হবে না।

click me!

Recommended Stories