SIR-এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিড কার্ড দেওয়া ভোটারদের কী করতে হবে? জানিয়ে দিল ECI

Published : Jan 17, 2026, 09:34 AM IST

SIR UPDATE: বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বৈধ নধি হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৩টি নথিতেই জোর। 

PREV
15
মাধ্যমিকের নথি নয়

বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বৈধ নধি হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই যে সব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছেন তাদের কী কী করতে হবে তাই আবারও জানিয়ে দিল নির্বাচন কমিশন।

25
নতুন করে নথি জমা

নির্বাচন কমিশন সম্প্রতি নির্দেশ দিয়েছে যেসব ভোটার শুনানিতে মাধ্যমিকের নথি দিয়েছে তাদের আবারও নতুন করে নথি জমা করতে হবে। এসআইআর-এর জন্য আগেই ১৩ নথি নথির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই নথি এবার জনা করতে হবে মাধ্যমিকের নথি দেওয়া ভোটারদের।

35
১৩টি নথি

SIR-এর জন্য নির্বাচন কমিশন যে ১৩টি নথির কথা বলেছে, সেগুলি হল-

  1. কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার।
  2. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি
  3. জন্মের শংসাপত্র
  4. পাসপোর্ট
  5. শিক্ষাগত শাংসাপত্র
  6. ডোমিসাইল শংসাপত্র
  7. বনাধিকার শংসাপত্র
  8. জাতিগত শংসাপত্র
  9. জাতীয় নাগরিক পঞ্জিতে নাম
  10. বংশলতিকার শংসাপত্র
  11. সরকারের দেওয়া জমির নথি
  12. আধার কার্ড
  13. বিহারের এসআইআর নথি
45
মাধ্যমিকের নথি নিয়ে আলোচনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিড কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। পরে সিইও দফতর থেকে এই মর্মে নির্বাচন কমিশনের সদর দফতরে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রাহ্য করার প্রস্তাব খারিজ করে দেয় কমিশন।

55
SIR শুনানি

নো-ম্যাপিং ও এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জন্য খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য ডাকছে কমিশন। শুনানিতে কমিশন নির্ধারিত যে কোনও একটি নথি দেখাতে হবে ভোটারকে।

Read more Photos on
click me!

Recommended Stories