পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। তার আগেই ভোটমুখি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। রয়েছে ঠাসা কর্মসূচি। সরকারি সূত্রে খবর, ১৭ জানুয়ারি অর্থাৎ শনিবার মালদহ ও ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
25
মোদীর হাত ধরে একাধিক প্রকল্পের শিলান্যাস
সূত্রের খবর, মোদীর এই দুদিনের সফরে একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- ভারতের প্রথম সেমি হাইস্পিড বন্দেভারত বুলেট ট্রেনের স্লিপার কোচের উদ্বোধন। এবং সিঙ্গুরে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর। সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
35
হাইভোল্টেজ শনিবার
শনিবার রাজ্য তথা জাতীয় রাজনীতিতে হাইভোল্টেজ দিন। কারণ একই দিনে উত্তরবঙ্গ সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে শিলিগুড়িতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রধানমন্ত্রী যখন হাওড়া-কামাখ্যা রুটের প্রথম বন্দেভারতের স্লিপার কোচের ট্রেনের উদ্বোধন করবেন ঠিক তখনই শিলিগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবন উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচিতে রয়েছে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেল লাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন ও জলপাইগুড়ির বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
55
কী কী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
সূত্রের খবর, শনিবার বঙ্গ সফরে এসে প্রথমেই ১২.৪৫ মিনিট নাগাদ মালদহ থেকে বন্দেভারত স্লিপার কোচের ট্রেনের উদ্বোধন করবেন তিনি। তারপর ধীরে ধীরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ২ দিনের বঙ্গ সফরে রয়েছে ঠাসা কর্মসূচি।