Abhishek Banerjee: হাইকোর্টে শুনানি না হয়েও স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে থেকেই সময় দিল ইডি

Published : Jul 26, 2023, 12:33 PM IST
abhishek banerjee

সংক্ষিপ্ত

সময় কম থাকায় আজ অভিষেকের মামলার শুনানি হয়নি। এরপর আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানি হবে বলে ঘোষণা করা হয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, ৩১ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না, একথা নিজে থেকেই জানিয়ে দিয়েছে ইডি। তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সময় কম থাকায় আজ এর শুনানি হয়নি। ফলত, সব পক্ষের সুবিধার কথা ভেবেই আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানি হবে বলে ঘোষণা করা হয়েছে। আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়া নিয়ে যে রক্ষাকবচ দিয়েছিল, গত সোমবার তার মেয়াদ শেষ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে বেরিয়ে গিয়েছেন, ফলে এর শুনানি পিছিয়ে গিয়েছে। সোমবার আবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি তাড়াতাড়ি তাঁর মামলার শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয়। এরপরই ইডির আইনজীবী এমভি রাজু আদালতে আশ্বাস দিয়ে বলেছেন, আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না।

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেককে। পরে ইডি তলব করলেও, হাজিরা এড়িয়ে যান তিনি। সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রক্ষাকবচ পাননি। মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। এরপর অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে বিচারপতি ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। যদিও, বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানি নিয়ে ইডি-র আপত্তি ছিল। নিয়োগ মামলার শুনানি এই বেঞ্চে হওয়ার কথা নয় বলে দাবি করেছিল ইডি। এরপর এই মামলা থেকে বেরিয়ে গিয়েছিলেন দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন-

Recruitment Scam: CBI-এর চোখা প্রশ্নের মুখোমুখি মানিক ভট্টাচার্য, বুধবার দ্বিতীয় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ
আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাংলাদেশ থেকে আগত মানুষদের রক্তপরীক্ষার প্রস্তাব

‘Sex Video’: মহিলার সঙ্গে এ কী করছেন বিজেপি নেতা! ৮ ঘণ্টার ‘ঘনিষ্ঠ’ ভিডিও নিয়ে তোলপাড় মহারাষ্ট্র

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন