West Bengal News: ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে স্কুলে চাকরি, জেলার এই স্কুলে চাঞ্চল্য

Published : Mar 28, 2025, 01:46 PM IST
Primary school teachers of West bengal will get salary hike

সংক্ষিপ্ত

Recruitment Scam: সম্প্রতি রাজ্যজুড়ে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার একাধিক অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হইচই হতেই ব্যবস্থা নিতে আসরে নেমেছে রাজ্য সরকারও। এই আবহে এবার মালদহ (Malda News) জেলার একটি প্রাথমিক স্কুলে ১৯ জন শিক্ষককের বিরুদ্ধে

Recruitment Scam: রাজ্যে চাকরিতে অচলাবস্থা যেন কিছুতেই কাটছে না। মড়ার উপর খাঁড়ার ঘা লেগেই আছে। এবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি করার অভিযোগ উঠল মালদহ জেলার কিছু শিক্ষককের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে চাকরিতে শিরে সংক্রান্তি দেখা দিতে পারে এই সব শিক্ষকদের (West Bengal Eductaion)।

সম্প্রতি রাজ্যজুড়ে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার একাধিক অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হইচই হতেই ব্যবস্থা নিতে আসরে নেমেছে রাজ্য সরকারও। এই আবহে এবার মালদহ (Malda News) জেলার একটি প্রাথমিক স্কুলে ১৯ জন শিক্ষককের বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে স্কুলে শিক্ষকতার চাকরি করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এই অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারাতে পারেন তাঁরা। যদিও এই অভিযোগ মানতে নারাজ ওই ১৯ জন শিক্ষক ।

জানা গিয়েছে, ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে চাকরি করার অভিযোগ করেছেন মালদহের মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দা ফেকু চৌধুরী। বিষয়টি জানিয়ে তিনি স্কুল শিক্ষা দফতর এবং মালদহের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে লিখিত অভিযোগ জানান। এদিকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁচল মহাকুমা শাসকের তরফে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে ওই শিক্ষকদের কাস্ট সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে (Primary Teachers Scam News)।

এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মানতে নারাজ ওই শিক্ষকরা। অভিযুক্ত ১৯ জনের মধ্যে ১৮ জন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। অন্যদিকে অভিযোগকারী ফেকু চৌধুরীর অভিযোগ, ওই শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ১২ জনই মহাকুমাশাসক (সদর) ও বাকিরা চাঁচল মহাকুমা শাসকের কাছ থেকে এই ভুয়ো সার্টিফিকেট পেয়েছেন। জানা গিয়েছে, এই বিষয়ে তথ্য জানার আইনে আরটিআই করলেও প্রশাসনের তরফে কোনও সদুত্তর মেলেনি।

উল্লেখ্য, চাকরিতে দুর্নীতির অভিযোগ রাজ্যে এই প্রথম নয়। নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। ২৬ হাজার শিক্ষকের ভাগ্য এখন ঝুলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এই পরিস্থিতিতে এবার যদি ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি করার অভিযোগ ওঠে তা হলে ফের শুরু হবে নতুন করে জলঘোলা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?