‘তোমার হাসিতে ডুবে যেতে দাও’, ভালোবাসা দিবসে বাহুডোরে বাঁধা শোভন-বৈশাখী, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল আলিঙ্গনের ছবিতে

Published : Feb 15, 2023, 08:01 AM IST

কখনও কেক খাইয়ে মিষ্টিমুখে, কখনও গোলাপের মধুবাতায় আবার কখনও টেডি বিয়ারের স্পর্শসুখে…. ভ্যালেনটাইন’স ডে-তে আবেগে ভাসলেন প্রেমিক-যুগল।

PREV
120

রাজনৈতিক শিবিরে তাঁদের নিয়ে যতই ভিন্ন ভিন্ন মতের দোলাচল থাকুক, ভালোবাসার ময়দানে তাঁরা যে বুক চিতিয়ে ছক্কা হাঁকিয়েছেন একাধিকবার, তাতে কোনও সন্দেহ নেই। 

220

বর্তমানে বাংলার সবচেয়ে আলোচিত প্রেমিক-যুগলের মধ্যে অন্যতম নাম শোভন-বৈশাখী।

320

সারা বছর একে অপরকে চোখে হারান তো বটেই, কিন্তু, ভালোবাসা উদযাপনের দিবসে সেই ভালোবাসা ষোলো কলা পূর্ণতা  না পেলে চলে?

420

এবছর তাই ভ্যালেনটাইন’স ডে শুরু হল মিষ্টিমুখের মধুরতায়।  

520

কেকের মিষ্টত্ব আর উদযাপনের উচ্ছ্বাসে ভালোবাসার দিনটি ভরে উঠল একগুচ্ছ সুমধুর ছবিতে। 

620

কেক কাটার সঙ্গী ছিল কন্যা মেহুলও। মায়ের সঙ্গে তার পোশাকের রঙও মিলেমিশে একাকার। 

720

এক ফ্রেমে পুরো পরিবারকে দেখা গেল হাসিমুখে। 

820

কখনও আলিঙ্গনে আবদ্ধ হয়ে হাসিমুখে ভ্যালেনটাইন’স ডে-র সেলিব্রেশনে মজে উঠলেন যুগল।

920

ভালোবাসার দিনে বৈশাখীকে দেখা গেল স্বচ্ছ নেটের কাজ করা লাল সালোয়ার কামিজে। 

1020

শোভন চট্টোপাধ্যায়ও সঙ্গিনীর সাথে রং মিলিয়ে লাল শার্টের সঙ্গে পরেছিলেন গাঢ় নীল কোট। 

1120

গোলাপ বিনিময়ে উষ্ণ প্রেমের অভ্যর্থনা মুখর হয়ে উঠল লাজুক চোখের হাসিতে। 

1220

মেয়েকে মিষ্টিমুখ করিয়ে ভালোবাসার আনন্দ দ্বিগুণ করে নিলেন শোভন-বৈশাখী। 

1320

প্রেমিকের আঙুলের কেক ভালোবাসার দিনে একটু বেশিই মধুর হয়ে উঠল বোধহয়।

1420

চিরসবুজ যুগলের চিরাচরিত টেডি বিয়ারও বাদ পড়ল না ভ্যালেনটাইন’স ডে-র উপহারের তালিকা থেকে।

1520

ভালোবাসায় রাঙা ছবিতে ছেয়ে গেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। 

1620

ছবিগুলি পোস্ট করে শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লেখেন, 

1720

‘এসো, তোমাকে আমায় ভালোবাসতে দাও'

1820

‘আমার জীবন তোমাকে দিয়ে দিতে দাও’

1920

‘তোমার হাসিতে আমাকে ডুবে যেতে দাও’

2020

‘তোমার বাহুডোরে আমাকে মরে যেতে দাও’।

click me!

Recommended Stories