'কোর্টে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছে', সিবিআইকে নিয়ে ক্ষোভ উগরে দিল আরজি করের নির্যাতিতার পরিবার

Published : Dec 10, 2024, 09:41 PM IST
আরজি কর হত্যাকাণ্ড, আরজি কর হাসপাতালে  চিকিৎসক খুন ও ধর্ষণ, জুনিয়র ডাক্তার, সিবিআই, RG Kar murder, RG Kar hospital doctor murdered and raped, junior doctor, CBI,

সংক্ষিপ্ত

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ' কোর্টে দাঁড়িয়েও এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সেটা দেখেই আমরা আশ্চর্য হচ্ছি। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না।' 

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ-কাণ্ডের পর কেটে গেছে চার মাস। কিন্তু এখনও রহস্যের কিনারা করতে পারেনি সিবিআই। একমাস পরে সুপ্রিম কোর্টে সোমবার আরজি কর মামলা ওঠে। সেখানেই সিবিআই-এর তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন নির্যাতিতার পরিবার। সিবিআই মিথ্যা কথা বলছে বলেও অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ' কোর্টে দাঁড়িয়েও এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সেটা দেখেই আমরা আশ্চর্য হচ্ছি। সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না।'

নির্যাতিতার পরিবার জানিয়েছে, 'সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছুই করবে না। এটা আমরা বুঝে গিয়েছি। এত দিন তো অপেক্ষায় ছিলাম। এখন দেখি আবার চার মাস পিছল। সুপ্রিম কোর্টে তো বিচার হচ্ছে না। মনিটারিং হচ্ছে। সেটাও যে মিথ্যার ওপর দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। ' নির্যাতিতার পরিবারের দাবি সিবিআই যেমন বলছে , আমরা সবসময় বাড়ির লোক মা বাবার সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা তো কিছুই জানি না। সিবিআই বলেছিল আগের থেকে যে চার্জশিট যখন আমরা দেব তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্দশিট দেব। আমাদের জানা নেই যে শিয়ালদহ কোর্ট চার্জশিট জমা দিয়েছে। ' নির্যাতিতার পরিবার আরও দাবি কয়েক দিন ধরেই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে মেসেজ করেছিল। কিন্তু সেটা দিয়েছে কিনা তা তাদের জানান হয়নি।

নির্যাতিতার পরিবার জানিয়েছে আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। কাউকে জানিয়ে কোনও লাভ হবে না। নির্যাতিতার পরিবার জানিয়েছে, 'আমার মেয়ে মারা গিয়েছে। সবাই মুখেই কথা বলেছে। আসলে কেউ কিছু করছে না। যা করার আমেদেরই ব্যবস্থা নিতে হবে। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির