HS Examination Routine 2026: আগামী বছর কবে থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা? জানুন এক ঝলকে

Published : May 07, 2025, 10:33 AM ISTUpdated : May 07, 2025, 01:38 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

HS Examination Date 2026: বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। জানুন আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিশদে পড়ুূন… 

HS Examination Date 2026: বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে তার আগেই প্রকাশিত হয়ে গিয়েছে আগামী বছর কবে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার সময়সূচি। আসুন একনজরে জেনে নিই ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের রুটিন (Higher Secondary Examination Routine 2026)।

আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আগামী বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ২০২৬ সালে দেশের মধ্যে প্রথম স্কুল বোর্ড হিসেবে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। ৩ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর থেকে  ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ৪ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে ২৭ ফেব্রুয়ারি।  

অন্যদিকে, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল রাজ্যের (West Bengal HS Board Examination 2025) ৫ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম ছিল। গত বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় ৮ লক্ষ। এ বছর এক ধাক্কায় সেই সংখ্যাটা নেমে এসেছে ২ লক্ষের কাছে। তবে এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাটা অনেক বেশি ছিল। বুধবার দুপুর ২টো থেকে ফল জানা যাবে এই ওয়েবসাইটগুলিতে- ( WB Higher Secondary Result 2025 Online Website):-

মোবাইল অথবা কম্পিউটার/ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে লিখুন-

West Bengal Council of Higher Secondary Education

Higher Secondary Class XII (10+2) Examination Result 2025

তারপর লিখুন Roll Number এবং Registration Number । সবকিছু ঠিকঠাক সাবমিট করলেই দেখতে পাবেন আপনার রেজাল্ট। এছাড়াও- অফিসিয়াল রেজাল্ট পোর্টালগুলিতে নজর রাখুন: wbchse.wb.gov.in এবং result.wb.gov.in

“West Bengal Uchha Madhyamik Result 2025” লেখা লিঙ্কটিতে ক্লিক করুন

প্রদত্ত ক্ষেত্রে আপনার রোল নম্বর লিখুন এবং জমা দিন ক্লিক করুন আপনার দ্বাদশ শ্রেণীর ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

ফলাফল ডাউনলোড করুন এবং প্রিন্টআউটও নিয়ে রাখতে পারেন। তবে বিদ্যালয়গুলি থেকে আজই মার্কশিট, শংসাপত্র সংগ্রহ করতে পারবেন না পরীক্ষার্থীরা। আগামীকাল অর্থাৎ ৮ মে স্কুল থেকে রেজাল্ট নিতে পারবেন তারা। জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid News: অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী মন্তব্য নওশাদের?
Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন