হাওড়ার ফোরশোর রোডে অনুষ্ঠান বাড়িতে আগুন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Published : Nov 17, 2024, 07:13 PM ISTUpdated : Nov 17, 2024, 07:36 PM IST
Fire

সংক্ষিপ্ত

রবিবার শুরু হয়েছে বিয়ের মরসুম। অগ্রহায়ণ মাসের প্রথম দিন সারা বাংলার বিভিন্ন প্রান্তে বিয়ের আসর বসেছে। কিন্তু এদিনই হাওড়ায় এক বিয়েবাড়ির অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে গেল।

রবিবার সন্ধেবেলা হাওড়ার ফোরশোর রোডে এক অনুষ্ঠান বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল। এই অনুষ্ঠান বাড়িতে এদিন বিয়ের আসর বসেছে। সকাল থেকেই বিয়ে উপলক্ষে বাড়িটি সাজানোর কাজ চলছিল। বিয়েবাড়িতে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসেছিলেন। এরই মধ্যে ঘটে গেল অগ্নিকাণ্ড। বিয়েবাড়িতে থাকা লোকজন জানিয়েছেন, এদিন সাড়ে পাঁচটা নাগাদ এই অনুষ্ঠান বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মণ্ডপ তৈরি করা হয়েছিল। সেই মণ্ডপের কাপড়েই প্রথমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো মণ্ডপে আগুন ধরে যায়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। মণ্ডপে অনেক কাপড় ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। শুধু এই অনুষ্ঠান ভবনই নয়, আশেপাশের দোকান-বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে অনুষ্ঠান বাড়িতে আগুন লাগার পরেই স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা পরিস্থিতি খতিয়ে দেখতে ভিড় জমিয়েছেন।

আগুন নেভানোর চেষ্টায় দমকল

স্থানীয় সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। দমকলকর্মীরা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। যেখানে আগুন লেগেছে, সেখানে তখন অনুষ্ঠান ভবনের কর্মীরা ছাড়া অন্য কেউ ছিলেন না। ওই ভবনের কর্মীরাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ায় দমকলে খবর দেওয়া হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের তদন্ত

আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর তদন্ত শুরু করবে দমকল। তারপরেই জানা যাবে ঠিক কী কারণে আগুন লাগল। এই অনুষ্ঠান ভবনে অগ্নি নির্বাপণের ব্যবস্থা যথাযথ ছিল কি না, সেসবও খতিয়ে দেখা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মুম্বই BKC মেট্রো স্টেশনে ভয়াবহ আগুন! বন্ধ পরিষেবা, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে

হাওড়ার উলুবেড়িয়ায় আতসবাজি থেকে বাড়ি-দোকানে আগুন, প্রাণ হারাল ২ শিশু-সহ ৩ জন

টেরিটি বাজারের কাছে কাঠের বাক্সের গুদামে আগুন, ঘিঞ্জি অঞ্চলে ছড়াল আতঙ্ক

PREV
click me!

Recommended Stories

'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI