অনুব্রত মণ্ডলের হাতেই বীরভূমে তৃণমূলের রাশ? একী কথা বললেন সাংসদ শতাব্দী রায়

অনুব্রত মণ্ডল গ্রেফতার করার পর বীরভূমের পার্টি চালানোর জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন।

 

শনিবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকের পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কোর কমিটি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দেওয়া খসড়ার পরই দীর্ঘ দিন পরে বীরভূমে কোর কমিটির বৈঠক বসেছিল শনিবার। কিন্তু রবিবারই বৈঠক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কাজল শেখের পর এবার কোর কমিটি নিয়ে প্রশ্ন তুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

অনুব্রত মণ্ডল গ্রেফতার করার পর বীরভূমের পার্টি চালানোর জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কোর কমিটিতে সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হয়েছে ৭ জন। কোর কমিটির মধ্যমণি ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূলের একাংশের প্রশ্ন কোর কমিটি কী চলবে অনুব্রতর ইসারাতেই? তাঁর হাতেই কী থাকবে দলের রাশ? অনুব্রত মণ্ডল এখনও বীরভূমের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। কিন্তু তিনি কী কোর কমিটির চেয়ারম্যান? তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Latest Videos

গতকাল কোর কমিটির বৈঠকের পরেই কাজল শেখ জানিয়েছেন, অনুব্রত মণ্ডল জেলার কোর কমিটির চেয়ারম্যান নয়। এবার সেই পথেই হাঁটালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি বীরভূমে গিয়েছিলেন। সেখানেই তিনি বলনে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল কংগ্রেস চলে। অনুব্রত মণ্ডল যদি চেয়ারম্যান হয় তাহলে তা দলই চিঠি দিয়ে জানিয়ে দেবে। তিনি দলের স্বার্থে সকলে একই সঙ্গে কাজ করার ওপরেই জোর দেন।

শনিবার লাভপুরে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের যুযুধান দুই সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উপস্থিত ছিলেন। যদিও বৈঠকে উপস্থিত সকল সদস্যই অনুব্রতকে নেতা মেনে এগিয়ে যাওয়ার কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিলমহর। বীরভূমে বসেছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত রয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেসের দুই যুযুধান নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের বিসর্জনের আগে রাজ্যে কোন চাকরি হচ্ছে না' সাফ বুঝিয়ে দিলেন | Suvendu Adhikari on OBC
আজ বারুইপুরে 'দম' দেখাবেন শুভেন্দু! ব্যাকফুটে তৃণমূল! দেখুন | Baruipur BJP News Today | Suvendu News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র
‘Mamata Banerjee-র নিজের নাম হবে না বলে কেন্দ্রের সাহায্য নিচ্ছেন না!’ তীব্র আক্রমণ Dilip Ghosh-এর