অনুব্রত মণ্ডলের হাতেই বীরভূমে তৃণমূলের রাশ? একী কথা বললেন সাংসদ শতাব্দী রায়

Published : Nov 17, 2024, 04:49 PM IST
Trinamool Congress MP Shatabdi Roy, Amit Shah, West Bengal Politics, Mamta Banerjee

সংক্ষিপ্ত

অনুব্রত মণ্ডল গ্রেফতার করার পর বীরভূমের পার্টি চালানোর জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। 

শনিবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকের পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কোর কমিটি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দেওয়া খসড়ার পরই দীর্ঘ দিন পরে বীরভূমে কোর কমিটির বৈঠক বসেছিল শনিবার। কিন্তু রবিবারই বৈঠক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কাজল শেখের পর এবার কোর কমিটি নিয়ে প্রশ্ন তুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।

অনুব্রত মণ্ডল গ্রেফতার করার পর বীরভূমের পার্টি চালানোর জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কোর কমিটিতে সদস্য সংখ্যা ৬ থেকে বেড়ে হয়েছে ৭ জন। কোর কমিটির মধ্যমণি ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূলের একাংশের প্রশ্ন কোর কমিটি কী চলবে অনুব্রতর ইসারাতেই? তাঁর হাতেই কী থাকবে দলের রাশ? অনুব্রত মণ্ডল এখনও বীরভূমের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। কিন্তু তিনি কী কোর কমিটির চেয়ারম্যান? তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

গতকাল কোর কমিটির বৈঠকের পরেই কাজল শেখ জানিয়েছেন, অনুব্রত মণ্ডল জেলার কোর কমিটির চেয়ারম্যান নয়। এবার সেই পথেই হাঁটালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি বীরভূমে গিয়েছিলেন। সেখানেই তিনি বলনে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৃণমূল কংগ্রেস চলে। অনুব্রত মণ্ডল যদি চেয়ারম্যান হয় তাহলে তা দলই চিঠি দিয়ে জানিয়ে দেবে। তিনি দলের স্বার্থে সকলে একই সঙ্গে কাজ করার ওপরেই জোর দেন।

শনিবার লাভপুরে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের যুযুধান দুই সদস্য অনুব্রত মণ্ডল ও কাজল শেখ উপস্থিত ছিলেন। যদিও বৈঠকে উপস্থিত সকল সদস্যই অনুব্রতকে নেতা মেনে এগিয়ে যাওয়ার কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিলমহর। বীরভূমে বসেছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত রয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেসের দুই যুযুধান নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর