শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ আগুন! ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত ১, চলছে উদ্ধারকাজ

Published : Oct 18, 2024, 10:37 AM ISTUpdated : Oct 18, 2024, 10:45 AM IST
Bihar Crime Nawada fire

সংক্ষিপ্ত

শিয়ালদহ ইএসআই হাসপাতালে ভয়াবহ আগুন! ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত ১, চলছে উদ্ধারকাজ

শিয়ালদহের ইএসআই হাসপাতালে ভয়াবহ আগুন! হাসপাতালের দোতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। শুক্রবার হাসপাতালের দোতলায় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। দোতলায় পোস্ট অপারেটিভ এইচডি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।  পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পাশেই অপারেশন থিয়েটার পুরোটাই পুড়ে গিয়েছে বলে অনুমান করা যাচ্ছে। ইতিমধ্যেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চলছে উদ্ধারকাজ।

মোট ৮০ জন রোগী ছিলেন হাসপাতালে। দুই ক্যান্সার রোগীকে আশঙ্কাজনক অবস্তায় ভর্তি করা হয়েছে মানিকতলা ইএসআই হাসপাতালে। চলছিল অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ। ইতিমধ্যে মানিকতলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু রোগীকে। 

সাত সকালে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের দোতলায়। দুশ্চিন্তায় পড়ে য়ান রোগীর আত্মীয়েরা। খবর জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

ভোর ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে মেল সার্জিকাল বিভাগে ছড়িয়ে পড়ে আগুন। বিপর্যয় মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১০ ইঞ্জিন। ধুয়ো নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ মেশিন আনা হয়েছে বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার
'শেখ শাহজাহান আমার পুরো পরিবারকে শেষ করতে পারে', ছেলে হারিয়েও আতঙ্কে ভোলা ঘোষ