অগ্নিমিত্রাকে বিধানসভাকেই টিএমসিতে আসার প্রস্তাব ফিরহাদের, কী বললেন বিজেপি বিধায়ক

Published : Nov 28, 2024, 10:49 AM IST
Firhad Hakim advises BJP MLA Agnimitra Paul to join TMC bsm

সংক্ষিপ্ত

বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। বুধবার সংবিধান দিবস নিয়ে আলোচনা হয় সভাকক্ষে। সেই আলোচনাতে ভাষণ দেন অগ্নিমিত্রা পল। 

বিধানসভাতেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপনির্বাচনে রাজ্যের ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সবকটি আসনেই দ্বিতীয় স্থানে রয়েছে। সেই কথা স্মরণ করিয়েই ফিরহাদ হাকিম খোঁচা দিলেন বিজেপির অগ্নিমিত্রাকে। ফিরহাদের কথা হল তৃণমূলে যোগ না দিলে আগামী নির্বাচনে আসানসোল দক্ষিণে নিজের কেন্দ্রেই পরাজিত হবেন অগ্নিমিত্রা পল। তবে ফিরহাদকে পাল্টা জবাবে নীতি আর আদর্শের কথা বলেছেন অগ্নিমিত্রা।

বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। বুধবার সংবিধান দিবস নিয়ে আলোচনা হয় সভাকক্ষে। সেই আলোচনাতে ভাষণ দেন অগ্নিমিত্রা পল। সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে অগ্নিমিত্রা রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন। অগ্নিমিত্রা পলের ভাষণ শেষ হওয়ার পরে স্পিকার বিমন বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমতি নিয়ে ফিরহাদ হাকিম কথা বলেন। সেই সময়ই তিনি অগ্নিমিত্রা পলকে তাঁর আসন বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পরামর্শ দেন। ফিরহাদ হাকিম বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে এত কুৎসা, এত অপ্রচার করা হল। তারপরেও উপনির্বাচনে ৬-০ হল।' তারপরই অগ্নিমিত্রাকে টার্গেট করে ফিরহাদ হাকিম বলেন, 'আপনাকে একটা কথা বলতে পারি, অনেকেই আপনাদের দল ছেড়ে আমাদের দিকে চলে এসেছেন। আপনিও চলে আসুন। তা যদি না করেন আগামী দিনে আপনিও নিজের বিধানসভা এলাকাতেও হেরে যাবে।'

তবে পল্টা জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পল। বিজেপি বিধয়ক বলেন, 'আমার একটা নির্দিষ্ট নীতি আর আদর্শ রয়েছে। তার জন্যই আমি বিজেপি করি। ফিরহাদ হাকিমের কথার মাধ্যমে ওঁর পার্টির দখলদারি মানসিকতা প্রকাশ্যে এল।' তবে এখানেই শেষ করেননি অগ্নিমিত্রা পল। তিনি বলেন, ভোটে হেরে গেলেও তিনি বিজেপি করবেন। তিনি বলেন,'২০২৬এর নির্বাচনে হারব! টিকিট যদি পছন্দ নাও হয় আমি অন্তত অন্য কারও বাড়িতে গিয়ে তাঁর চালে ঢিল ছুঁড়ব না। ফিরহাদবাবুকে বলব, আমার দিকে না তাকিয়ে মহিলাদের সম্মান কী ভাবে দিতে হয়, বিরোধী দলের মহিলাদের কী ভাবে সম্মান করতে হয়, সে দিকে নজর দিলে ভাল হবে।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ